সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:২১:১৩

হঠাৎ ভালবাসা

পাঠকই লেখক ডেস্ক : মেয়েটি আমার ফেসবুকে ছিল, ফ্রেন্ড লিস্টে। চুপচাপ কোন কথা বলতো না। কেবল আমার স্টাটাস, ছোট ছোট ভাবনা গুলোতে ছোট করে লাইক দিয়ে চলে যেত। অন্যদের মত কোন কথা বলতো না।

কোন কাজ কর্ম নেই, আমি সারাদিন ফেসবুকে পড়ে থাকি। মনে যা আসে তাই লিখতাম। অল্প কয়েকজন পড়তো কেউ কেউ আমার সাথে নিজের মনের কথার সাথে সহমত প্রকাশ করতো। এই যা।

তবে মেয়েটির ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহন করার পরে একটা জিনিস লক্ষ্য করতাম আমি কিছু লিখলেই সবার আগে মেয়েটি লাইক দিতো। এমন আছে আমি ভোর চার টার সময় কোন কিছু লিখেছি মেয়েটি প্রায় সঙ্গে সঙ্গেই সেটাতে লাইক দিয়েছে। কোন দিন আমাকে নক করে নি কিংবা আমার কোন

স্টাটাসে কোন কমেন্টও কোন দিন করে নি।

একদিন কৌতুহল না রাখতে পেরে মেয়েটিকে নক করলাম ইনবক্সে। সময় তখন রাত সাড়ে তিনটা। আমিই প্রথমে ফেসবুকে নক করলাম।

-হ্যালো-----

বেশ কিছুক্ষন কোন কথা নেই। একবার মনে হল মেয়েটা নেই নাকি? না এমন তো হবার নয় কারন দু’মিনিট আগেই মেয়েটা আমার একটা স্টাটাসে লাইক দিয়েছে। আরেকবার হ্যালো বলবো কি না ভাবছি তখনই মেয়েটা রিপ্লাই দিলো -হ্যালো, -কি অবস্থা? আবারও কিছুক্ষন নিরবতা।

 আমি লিখলাম -আমি আপনাকে বিরক্ত করছি?

এই উত্তরটা সঙ্গে সঙ্গেই এল, মেয়েটি লিখলো - ছি ছি কি বলছেন। বিরক্ত কেন করবেন? আসলে আপনার সাথে কথা বলছি এটা ঠিক বিশ্বাস হচ্ছে না।

সেই দিয়ে শুরু। তারপর থেকে মেয়েটির সাথে টুকটাক কথা শুরু করলাম। নীরা চৌধুরী মেয়েটার নাম। টুকটাক ফেসবুকে কথা হত। তবে একটা পরিবর্তন নীরার ভেতর আসলো সেটা হল লাইক দেওয়ার সাথে সাথে টুকটা কমেন্টও দিতে লাগলো।

একদিনের কথা - ততদিনে আপনি থেকে তুমিতে নেমে এসেছি।

-জানো আবির...

-কি?

-একটা সময় আমি অনেক স্টাটাস দিতাম কিন্ত এখন আর দেই না।

-কেন ?

-তোমার ওয়ালে যখন আসি তোমার লেখা গুলো যখন পড়ি মনে হয় আমার কথা গুলো তুমি লিখে দিয়েছ, বারবার পড়ি। মনে হয় যেন নিজের লেখা।

-আমি কি বলবো খুজে পেলাম না। এই অবস্থায় কোন কথা ঠিক হবে কি না বুঝতে পারছি না।

নীরা বলল - আবির একটা রিকোয়েস্ট করবো।

-করো।

-আমার সাথে এক প্লেট চটপটি খাবে?

-চটপটি!

-হুম। তুমি তোমার গল্পে যেমন নায়িকার সাথে বসে বসে চটপটি খাও ঐ ভাবে খেতে হবে না। আমি তোমাকে খাওয়াবো। খাবে?

-হ্যা। খাবো না কেন!

বেশ কয়েকদিন পার হয়ে গেল আমিও চটপটি খাওয়ার কথা ভুলে গেলাম। নীরা আরেকদিন বলল

-কি আমার কথাটা ভুলে গেছো?

-কোন কথা?

-চটপটি!

-ও সরি ভুলে গেছি। বলো কবে? কোথায়?

-আগামীকাল, নিউমার্কেট।

নিজের কাছে একটু লজ্জা লাগলো। পরে দিন ক্ষন ঠিক করে হাজির হয়ে গেলাম। অনেক মেয়ের সাথেই দেখা করেছি, তাই কোন প্রকার টেনশন না নিয়ে হাজির হয়ে গেলাম। নীরাকে যদিও এর আগে দেখি নি তবে নীরা ফেসবুকে আমার ছবি দেখেছে। ও কি আমাকে চিনতে পারবে?
[চলবে]

লেখক : ছন্নছাড়া বেনজামিন আবির।
বি:দ্র:  সম্পাদক দায়ী নয়
২১ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসবি/বিএসএস 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে