বিচিত্র জগৎ ডেস্ক: ইন্দোনেশিয়ার মধ্য সুলাওয়াসি প্রদেশের প্রশাসন। সেখানের প্রাদেশিক গভর্নরের ঘোষণা, ১৩ ফুট কুমিরের গলা থেকে মোটরবাইকের টায়ার খুলে দিতে পারলেই পুরস্কার হিসাবে মিলবে বিপুল অঙ্কের নগদ অর্থ। আর তা তিনি দেবেন নিজের পকেট থেকেই।
ঘটনার সূত্রপাত কয়েক বছর আগে। মধ্য সুলাওয়াসির রাজধানী পালুতে নোনাপানির একটি জলাশয়ে একটি কুমিরের গলায় ঢু'কে যায় বাইকের টায়ার। প্রশাসনিক অফিসার, বনকর্মী এবং বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কর্মীরা দীর্ঘদিন ধ'রে চেষ্টা করেও কুমিরের গলা থেকে টায়ারটি খুলতে পারেননি। অথচ ক্রমশ টায়ারটি চে'পে বসছে কুমিরের গলায় এবং প্রাণীটির শ্বাস নিতে ক'ষ্ট হচ্ছে। সেই ভিডিও ফুটেজও তুলেছেন বনকর্মীরা।
সেই ফুটেজ দেখেই গভর্নর বুদ্ধি বের করেন যে, যদি কেউ কুমিরের গলা থেকে টায়ার খুলতে পারেন প্রাণীটির কোনও ক্ষ'তি না করে, তাহলে তাকে নিজের পকেট থেকেই বিপুল অঙ্কের নগদ অর্থ পুরস্কার হিসেবে দেবেন গভর্নর। তবে সঙ্গে তিনি এও ঘোষণা করেছেন যে, এজন্য কোনও শিক্ষানবীশ বা আনকোরা কাউকে তিনি অনুমতি দেবেন না। বরং কুমির নিয়ে গবেষণায় সি'দ্ধহ'স্ত মানুষদেরই এই কাজে মূলত আহ্বান জানিয়েছেন গভর্নর।