পাঠকই লেখক ডেস্ক : আবির কলেজে উঠার পর জীবনটা উলট পালট হয়ে গেল,,,
-আগে ১০-১১ টা পর্যন্ত জেগে থাকলেই ৫-৬ অধ্যায় পড়ে ফেলতো,, এখন ৩-৪ টা পর্যন্ত জেগে থেকে বইয়ের ২ পৃষ্ঠাও পড়তে পারে না, পড়ে ফেবুর পেইজ(যদিও আগেও ফেবু আই ডি ছিল)
-আগে মেয়েদের কাউকেই চিনতো না কিন্তু কাউকে দেখলে তাকিয়ে থাকতো,, এখন প্রায় সবাইরে চেনে কিন্তু তাকিয়ে থাকে না,, বরং মেয়েরাই তার দিকে হা করে তাকিয়ে থাকে।
-আগে কেউ বকা দিলে রাগ করতো,, এখন বকা দিলে হাসে
-আগে প্রেম করতে গিয়ে ছেকা খাইয়েছে,, আর এখন ছেকা দেয়
-আগে ভাবতো, সবাই সবসময় সত্য কথা বলে,, এখন অধিকাংশ কথাই মিথ্যা বলে
-আগে ভাবতো কিভাবে পড়াশুনায় ভালো করা যায়,, এখন ভাবে কিভাবে ফেসবুকে ভালো একটি স্ট্যাটাস দেয়া যায়
-আগে দিনের অধিকাংশ সময় কাটতো খেলাধুলা আর পড়াশুনা করে,,, এখন কাটে লাইক আর কমেন্ট করে
-আগে ভাবতো মেয়েরা অনেক ভাল এক কথায় ফেরেশতা,,, এখন দেখে মেয়েরা হল বিখাউজ মার্কা (ব্যতিক্রমও আছে)
-আগে ছিলো আলোচিত ছাত্রদের দলে, এখন আছে আলোচিত পাত্রদের দলে
-আগে বন্ধুদের বলতো শালা, এখন বলে মামা (যদিও বন্ধুর গার্লফ্রেন্ডরে ভাবি বলে)
-আগে মেয়েদের বলতো তুমি,, এখন তুই বললেও বেশী হয়ে যায় এত তাড়াতাড়ি এতসব পরিবর্তন কেমতে হইল আজও বুঝলো না আবির।
লেখক : ছন্নছাড়া বেনজামিন আবির
বি:দ্র: সম্পাদক দায়ী নয়
২১ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি