 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
বিচিত্র জগৎ ডেস্ক:মাদারীপুরের শিবচরের সেরেলা আক্তার হেনা ১৫ বছর পর বাড়ি ফিরলেন সেলিম রেজা হয়ে। নারী থেকে পুরুষে রূ'পা'ন্তরিত হয়ে ফি'রে আসায় এলাকায় চা'ঞ্চ'ল্যের সৃ'ষ্টি হয়েছে। তাকে একনজ'র দেখার জন্য এলাকার মানুষ ভি'ড় করছে তার বাড়িতে। যদিও পুরুষে রূ'পা'ন্তরিত হওয়া সেলিম রেজার দাবি হ'রম'নজনি'ত কারণেই তার এই পরিব'র্তন হয়েছে।সেরেলা আক্তার হেনা ওরফে সেলিম রেজা শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের চরকামারকান্দি গ্রামের সেকান্দার খানের সন্তান।
স্থানীরা সূ'ত্রে জানা যায়, ১৫ বছর আগে সেরেলা আক্তার হেনা ওরফে সেলিম রেজা পড়াশুনা করার জন্য ঢাকায় চলে যান। তখন তিনি সম্পূর্ণ নারীর মতোই ছিলেন। লম্বা চুল, আ'চার-আচর'ণ, ওঠা-বসা সবই ছিল নারী মতোই। তবে গেল বেশ কয়েক বছর যা'বৎ হ'রম'নজনি'ত কারণে তার আচর'ণ পুরুষের মতো হতে শুরু করে। ধী'রে ধী'রে তিনি পুরুষের মতো আচর'ণ করতে শু'রু করেন। একপ'র্যায়ে একজন পুরুষের মতোই তার দৈনন্দিন চলাফেরা শুরু হয়।
এলাকাবাসী জানান, তিনি নাকি বিয়েও করেছেন। বিয়ে করা স্ত্রীকে নিয়েই গ্রামের বাড়ি শিবচর উপজেলার নিলখীতে আসেন গত সপ্তাহে। এ খবর শুনে এলাকার মানুষ উৎ'সু'ক হয়ে সেলিম রেজাকে দেখতে তার বাড়িতে ভি'ড় করেন।সেলিম রেজার দাদী আসমা বেগম জানান, সেরেলা আক্তার হেনা ওরফে সেলিম রেজা আমার চোখের সামনেই বড় হয়েছে। তখন দেখেছি সে সম্পূ'র্ণ রূ'পেই মেয়ে ছিল। তবে ১২-১৫ বছর আগে তারা ঢাকা চলে যায়। বেশ কয়েক বছর আগে আমি ঢাকায় তার বাসায় গিয়েছিলাম। তখনও সে সালোয়ার কামিজ পরতো। কয়েক বছর ধ'রে শুন'ছি হেনা নাকি পুরুষ হয়ে গেছে। গত সপ্তাহে বাড়ি আসার পর আমরাতো প্রথমে চিনতেই পারিনি।
সেরেলা আক্তার হেনা ওরফে সেলিম রেজা জানান, সত্যি বলতে আমি মেয়েই ছিলাম। আমার আচা'র-আচর'ণ, কথা-বার্তা সম্পূ'র্ণই মেয়েদের মতো ছিল। তবে আমার হ'রম'নজনি'ত একটা রো'গ ছিল। যেটা আমি ছোট বেলা থেকেই টে'র পেয়েছি। মেয়েদের মতো দেখা গেলেও মেয়েদের অ'নুভূ'তি হতো না। আ'স্তে আ'স্তে এই রো'গটা বা'ড়তে থাকে। একপর্যা'য়ে আমার শারীরিক গ'ঠ'ন ও আচর'ণ সম্পূ'র্ণই পুরুষের মতো হয়ে পড়ে।