সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৪৭:২৮

আলতো স্পর্শের ছোঁয়া

আলতো স্পর্শের ছোঁয়া

পাঠকই লেখক ডেস্ক:

- তুমি সিগারেট খাওয়া ছাড়বা?

- না!

- ঠিক আছে আমাকে আর ফোন দিবা না।

- মহুয়া প্লিজ শোনো?

- কি?

- আগে সারাদিনে প্রায় ৬টা যেতো এখন ১ টা খাই।

- তানজিম, তুমি কি বললা?

- কি বললাম?

- ছয়য়য়য়য়টা খাইতা?

- হ্যাঁ

- তুমি এখনই ফোন রাখো।

- প্লিজ.. প্লিজ..

- কিসের প্লিজ?

- জানটুগুলটু এমন করে না আমি সিগারেট খাওয়া কমিয়ে দিবো সত্যি।

- তুমি একবারও বলতেছো না ছেড়ে দিবা।

- ওই তো

- ....

- হ্যালো

- ....

কথা শেষ না করতেই লাইন কেটে গেল। মোবাইল বন্ধ। তানজিমের মন খারাপ খুব। একটা পোস্ট দিলো ফেসবুকে...!

'সবচেয়ে রোমান্টিক মুহূর্ত, যখন একটি ছেলে সিগারেট মুখে দেয় এবং তার প্রিয়তমা সিগারেট মুখ থেকে ছুড়ে ফেলে দিয়ে ঠোঁটে মিষ্টি স্পর্শ ছুয়ে দেয়'।

এরপর দিন মহুয়ার কলেজের সামনে গেলেও মহুয়ার রাগ কমাতে পারেনি তানজিম। মহুয়ার বাজে আচরণে খুব কষ্ট পায়। অবশ্য এটা তানজিমের প্রাপ্য ছিল। মাথা পুরো গরম সিগারেট ধরায় তানজিম।

মহুয়া এসে সিগারেট ছুড়ে ফেলে দিয়ে ঠোঁটে আলতো স্পর্শের ছোঁয়া দেয়! তানজিম পুরো অবাক!

(এরপর তানজিম আর কোনো দিন সিগারেট স্পর্শ করেনি.......)

লেখক: আরমান ইসলাম
বি:দ্র:  সম্পাদক দায়ী নয়
২১ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসবি/বিএসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে