শুক্রবার, ২৭ মার্চ, ২০২০, ০৯:০৫:১১

মহিলার এক হাঁচিতেই নষ্ট হলো ২৬ লাখ টাকার খাবার!

মহিলার এক হাঁচিতেই নষ্ট হলো ২৬ লাখ টাকার খাবার!

বিচিত্র জগৎ ডেস্ক: বিশ্বজু'ড়ে মহা আ'তঙ্কে'র সৃ'ষ্টিকারী প্রা'ণঘা'তী করোনাভাইরাসের সাধারণ উপস'র্গ হলো জ্ব'র, স'র্দি, কা'শি, হাঁ'চি বা গলাব্য'থা। কিভাবে এই সং'ক্র'মণের হাত থেকে বাঁ'চা যাবে সেটা নিয়ে উদ্বি'গ্ন সবাই। তবে এবার করোনা আ'ত'ঙ্কে অদ্ভু'ত এক ঘ'টনা ঘ'টেছে যুক্তরাষ্ট্রে। সেখানকার একটি সুপার মার্কেটে গিয়ে নিজেকে করোনায় আক্রা'ন্ত দাবি করে হাঁ'চি দিতে শুরু করেন এক নারী।

করোনাভাইরাসের এ সময়ে হাঁচি দেয়ার বিষয়টি ভিন্ন চোখে দেখেন মার্কেট কর্তৃপক্ষ। ওই নারীর হাঁচির কারণে সুপার মার্কেট থেকে ফে'লে দেয়া হয়েছে ৩৫ হাজার মার্কিন ডলার তথা বাংলাদেশি মুদ্রায় ২৬ লাখ টাকা মূল্যের খাবার।

ঘ'টনাটি ঘ'টেছে যুক্তরাষ্ট্রের হ্যানোভারের গ্রেইটিস নামের এক সুপার মার্কেটে। ৩৫ বছর বয়সী ওই নারী সেখানে পৌঁছেই জানান, তিনি কোভিড-১৯ এ আক্রা'ন্ত। এরপরই খাবার সামগ্রীর ওপর হাঁ'চি দিতে শুরু করেন। মুহূর্তেই তাকে সেখান থেকে ধ'রে নিয়ে গিয়ে পুলিশের হা'তে তুলে দেয়া হয়। তবে এর জে'রে সুপার মার্কেটের ২৬ লাখ টাকার খাবার বাইরে ফে'লতে হয়।

সুপার মার্কেট কর্তৃপক্ষ জানান, কোনো মতেই এমন বি'পজ্জ'নক পরি'স্থি'তিতে ঝুঁ'কি নিতে রা'জি নন তারা। প্রাথমিকভাবে মনে হয়েছিল, ওই নারী সম্ভ'বত ম'শকরা করছেন। কিন্তু করোনার সময়ে সেই ম'শকরা নিয়ে কোনো ঝুঁ'কি না নিয়েই সুপার মার্কেট কর্তৃপক্ষ ওই খাবার সামগ্রী মার্কেটের বাইরে ফে'লে দেয়া হয়।সূত্র-নিউজ উইক

 

 

 

 

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে