- এই যে শুনছো?
- হ্যা, বলো...
- তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে?
- নাহ... কেন তুমি আমার বয়ফ্রেন্ড হতে চাও নাকি ? (একটু রেগে)
- না, ঠিক তা না। তবে আমি চাচ্ছিলাম, ভবিষ্যতে তোমার ছেলে যেন আমার মেয়েকে ডিস্টার্ব না করে !
- মানে?
- মানে এটাই বলতে চেয়েছিলাম যে, তুমি চাইলে ভবিষ্যতে তোমার ছেলে আর আমার মেয়ে ভাই-বোন হয়ে থাকতে পারে!
- সহজ ভাষায় বলতে পারো না যে, তুমি আমাকে পছন্দ করো!
- এতে তুমি যদি রেগে গিয়ে আমাকে মাইর দাও !
- তো এখন মারতে পারবো না? (বলেই একটা থাপ্পড়)
[ছেলে চুপ... মাথা নিচু...]
- ইনডিরেক্টলি প্রপোজ করার জন্য এই থাপ্পড়টা দিলাম। এতোটুকু সাহস নেই যে, নিজের ভালবাসার কথাটা সরাসরি বলতে পারো না!
[ছেলে তখনও চুপ... মাথা উঠিয়ে মেয়ের দিকে তাকিয়েছে]
- আবার থাপ্পড় খাবা?
- এখন আমি কি করলাম?
- এখনও আই লাভ ইউ বলোনি কেন? নাহ, আই লাভ ইউ বলবানা, 'আমি তোমাকে ভালোবাসি' বলবা। এটাতে বেশি ফিলিংস মেশানো থাকে।
- আমি তোমাকে ভালোবাসি।
- আমিও।
- তাহলে তুমি আগে বললেনা কেন?
- মেয়েরা প্রপোজ করে না। ছেলেদের দিয়ে প্রপোজ করায়। এটা মেয়েদের ঐতিহ্য... বুঝলা?
ছেলেটি বুঝেনি। মেয়েদের ঐতিহ্য বুঝার মতো মনমানসিকতা তার নেই তখন। প্রিয় মেয়েটিকে মনের কথা জানিয়ে ও সফল হয়েছে। সব ছেলেরা সফল হতে পারেনা; কিন্তু ও সফল। কেন সফল হয়েছে সেটাও ভাবার সময় নেই ওর। ভাবনায় শুধু মেয়েটি, অন্য কিছু ভাবার সময় নেই ছেলেটির।
লেখক: এ. আর. রায়হান
বি:দ্র: সম্পাদক দায়ী নয়
২১ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসবি/বিএসএস