রবিবার, ২৬ এপ্রিল, ২০২০, ১১:২২:৪৯

ধূমপায়ীরা করোনায় আক্রা'ন্ত হলেও উপসর্গ কম!

ধূমপায়ীরা করোনায় আক্রা'ন্ত হলেও উপসর্গ কম!

বিচিত্র জগৎ ডেস্ক: ফ্রান্সের একটি গবেষণা বলছে, একজন ধূমপায়ী করোনাভাইরাসে আক্রা'ন্ত হলে অন্যদের মতো মা'রা'ত্মক অসুস্থ হবে না।
ফ্রান্সের ওই চিকিৎসা গবেষকরা বলছেন, প্রতিদিন যারা ধূমপান করে তাদের মধ্যে কোভিড-১৯ এর উপসর্গ খুব কমই পরিলক্ষিত হয়। এমনকি তারা অন্যদের মতো মা'রাত্ম'ক অসুস্থ হয় না। প্যারিস হাসপাতালে ভর্তি করোনায় আক্রা'ন্ত ৩৪৩ জনের ওপর এ জ'রিপ চা'লানো হয়।

বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, ভাইরাস দেহের কো'ষে প্রবেশের ক্ষেত্রে নিকো'টিন বা'ধা দেয়। তবে গবেষণা এখনও অসম্পূর্ণ।গবেষণার সহপরিচালক ও ইন্টারনাল মেডিসিনের অধ্যাপক ডা. জহির আমুরা বলেন, আমরা এ নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা করব।

আরেক গবেষণায় যুক্তরাজ্যের হেলথ সেক্রেটারি ম্যাট হ্যানকক বলেন, ধূমপায়ী করোনাভাইরাসে আক্রা'ন্ত হলে বেশি ঝুঁ'কিতে থাকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে