,,,,,,,,,,,,,,,,রেজা,,,,,
হয়তো এবার ঈদে, মিটবে সবার খিদে।
রোজাদার পাবে ক্ষমা, পড়বে নতুন জামা।
হয়তো সবাই মিলে, মালের জাকাত দিলে
দুঃস্থ হবে সুখি, থাকবেনা কেও দুঃখী।
ভাবছে বাবা- একটিই ছেলে, এবার ঈদে বোনাস পেলে
কিনবে জুতো জ্ব'লে আলো, হাঁ'টবে খোকা লাগবে ভালো।
স্বপ্ন চোখে টলমল জল, ভা'ঙ্গা হৃদয় তবু পায়ে বল।
কিনেছে জুতো অনেক দামে, বোনাসের টাকা ছিল যত খামে।
নিজের পায়ে জীর্ণ জুতা, শাড়ি ও কিনেছে মোটা সুতা ।
রাখেনি চোখ বউয়ের চোখে, দুঃখ ধরেছে নিজের বুকে।।
হয়তো এমন হয়েছে ঈদে, মেটেনি আজও সবার খিদে।
পায়নি সবাই নতুন জামা, ধনীরা পায়নি এবার ও ক্ষমা।।