বিচিত্র জগৎ ডেস্ক: যে কোনও সময় যে কোনও জায়গায় ব'জ্রপা'ত হতে পারে। তবে সে সব ক্ষেত্রেই একটি বিষয় সাধারণ, তা হল আকাশ জু'ড়ে কালো মেঘের উপস্থি'তি। কিন্তু বা'স্তবে কখনও দেখেছেন, বিনা মেঘে ব'জ্রপা'ত? এমনই এক দৃ'শ্য ক্যামেরাব'ন্দি হল। বিশ্বাস না হলেও ভিডিওটি তেমনই দেখা'চ্ছে, পরিষ্কার আকাশ থেকে নে'মে আসছে বি'দ্যুতের ঝ'লক।
একটি ইউটিউব চ্যানেলে ১২ আগস্ট ভিডিওটি শে'য়ার হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একটি গাড়ির ড্যাশবোর্ডে লা'গা'নো ক্যামেরায় ধ'রা পড়েছে ঘ'ট'নাটি। আকাশ মোটের উপর পরিষ্কার, শরতের কিছু মেঘ রয়েছে। সাদা মেঘের বাইরে বাকি আকাশটাই একদম নীল, রী'তিমতো রৌ'দ্রোজ্জ্ব'ল। এমন আকাশ থেকে ব'জ্রপা'ত হতে দেখা গেছে বলে খুব একটা শোনা যায়নি, আর ক্যামেরায় ধ'রা পড়া তো আরও দূর অ'স্ত। কিন্তু এমনই আকাশ থেকে হঠাৎই সামনের একটি তাল গাছে বি'দ্যু'তের ঝ'ল'ক নে'মে আসে। আর তাতে তাল গাছের একটি পাতাও ভে'ঙে ঝু'লে পড়ে।
ভিডিওটি ফ্লোরিডায় টাম্পা শহরে জোনাথন মুর নামে এক ব্যক্তির দ্বারা রে'ক'র্ড হয়। পরে সেটি ইউটিউবে স্টো'রিফু'ল রাই'টস ম্যানে'জমে'ন্ট নামে এক চ্যানেলে আপ'লো'ড হয়। ১২ অগস্ট ভিডিওটি আ'পলো'ড হওয়ার পরই তা ভাই'রাল হয়ে যায়। চার দিনে ভিডিওটি প্রায় সাড়ে ১৭ হাজার বার দেখা হয়েছে। সূত্র : আনন্দবাজার পত্রিকা।