বিচিত্র জগৎ ডেস্ক: করোনা ভাইরাসের কারণে গণপরিবহণে মাস্ক পরতে বলা হয়েছে। তবে সা'র্জিকা'ল মাস্ক পরার বা'ধ্যবা'ধকতা নেই। কেউ যদি বাড়িতে তৈরি মাস্ক পরেন বা রুমাল কিংবা অন্য কাপড় মাস্ক হিসেবে ব্যবহার করেন, আপত্তি নেই।
গত সোমবার একজন যাত্রী এই ‘স্বাধীনতা’কে আরেকটু বা'ড়িয়ে নিয়েছিলেন। সুইন্টন থেকে ম্যাঞ্চেস্টারের বাসে সহযাত্রীরা কেউ কেউ তাকে দেখে ভেবেছিলেন, তিনি হয়তো একটা চ'ট'কদার ছাপার বড় রুমাল জ'ড়িয়ে রে'খেছেন গলায়, মুখে।দেখতে অবিকল সাপের চামড়ার মতো। তারপর যাত্রীরা আবিষ্কার করেন, রুমালের লেজটা জানালার রেলিংয়ে ঝু'লছে এবং ন'ড়ছে। ভদ্রলোকেরও তা নিয়ে কোনো মাথাব্য'থা নেই।
এ ঘ'টনা দেখে বাসের লোক মূ'র্ছা গেছে, এমন ঘ'টনা অবশ্য ঘ'টেনি। যার সাপ, তিনি গলায় জ'ড়া'বেন নাকি মুখে প্যাঁ'চা'বেন, তার ব্যাপার— এই রকমই ভাব বেশিরভাগ যাত্রীর।
কিন্তু গ্রেটার ম্যাঞ্চেস্টার পরিবহণ কর্তৃপক্ষ বলছে, করোনা ভাইরাস যে সাপে ভ'য় পায়, এমন তো প্রমাণ হয়নি। ততদিন পর্যন্ত মাস্ক পরতে হবে, সাপ দিয়ে মুখ ঢা'কা যাবে না! সূত্র : আনন্দবাজার