বিচিত্র জগৎ ডেস্ক : পৃথিবীর প্রত্যেক সন্তানই তার মা-বাবার কাছে নয়নের মণি। ছেলেমেয়ের খুশির জন্য মা-বাবারা যে কোনও অসাধ্য সাধন করে ফেলতে পারেন। সন্তান যা চাইবে, বেশির ভাগ সময়ই তা এনে দেওয়ার চেষ্টা করেন তারা। এ কথা আবারও প্রমাণও করলেন গুজরাট সুরাটের এক ব্যবসায়ী। নিজের দু’মাসের সন্তানের জন্য চাঁদে কিনে ফেললেন জমি।
জানা গেছে, সুরাটের ওই ব্যবসায়ীর নাম বিজয়ভাই কাঠারিয়া। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে জানানো হয়েছে, বিজয়ভাই নামে ওই ব্যবসায়ী নিজের ছোট ছেলে নিত্যর জন্য চাঁদে এক একর জমি কিনেছেন। এ জন্য তিনি গত ১৩ মার্চ নিউইয়র্কে অবস্থিত ইন্টারন্যাশনাল লুনার রেজিস্ট্রিতে ইমেইল করেন। কয়েক দিনের মধ্যেই সংস্থার পক্ষ থেকে সবুজ সংকেতও পান। আর তারপরই পাঠিয়ে দেন জরুরি কাগজপত্র।
এরপরই ওই ব্যবসায়ীর ছেলের নামে চাঁদের জমির সব কাগজপত্র চলে আসে। জানা গেছে, চাঁদের দূরের অংশ মেয়ার মোসকভিয়েন্সে ওই জমিটি কেনা হয়েছে। জমিটির আসল দাম প্রকাশ্যে না এলেও মনে করা হচ্ছে, চাঁদে এক একর জমি কিনতে ওই ব্যক্তির ৭৫০ ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ৬০ হাজার টাকা খরচ হয়েছে।
এর ফলে সুরাটের প্রথম ব্যবসায়ী হিসেবে চাঁদে জমি কেনার নজির গড়লেন তিনি। যদিও আসলে বিজয়ভাইয়ের ছেলে মোটেই ওই জমির মালিক হবে না। তবে প্রশংসাপত্রে জমির মালিকানা থাকবে নিত্যর নামেই।
এই প্রথম নয়, এর আগেও অনেকেই এভাবে চাঁদে জমি কিনেছেন। ঠিক যেমন রাজস্থানের বাসিন্দা ধর্মেন্দ্র আনিজা। স্ত্রী স্বপ্না আনিজাকে বিয়ের উপহার দিতে তিনি চাঁদে তিন একর জমি কিনেছিলেন।