সোমবার, ০৫ এপ্রিল, ২০২১, ১১:০৮:৪৮

চোরকে চাকরি দিতে চান এক রেস্তোরাঁর মালিক!

চোরকে চাকরি দিতে চান এক রেস্তোরাঁর মালিক!

বিচিত্র জগৎ ডেস্ক: চোরকে চাকরি দিতে চান এক রেস্তোরাঁর মালিক। নিজের প্রতিষ্ঠানে চুরি করতে আসা চোরকে তিনি ক্ষমা করে দিয়েছেন। জর্জিয়ার ডায়াবলো'স সাউথওয়েস্ট গ্রিল রেস্তোরাঁর মালিক এই অনন্য নজির স্থাপন করেছেন। 

খাবারের দোকানটির ভাঙা দরজার ছবি দিয়ে কার্ল ওয়ালেস ফেসবুক পোস্টে লিখেছেন, ‌‘কোনো পুলিশকে ডাকা হবে না, কোনো প্রশ্নও করা হবে না। বরং আসুন, আমরা বসে কথা বলি যে, আপনাকে কীভাবে সাহায্য করা যায় এবং এ পথ থেকে ফিরিয়ে আনা যায়।’

যারা সামনের দিনগুলোতে চুরি বা ডাকাতির চিন্তাভাবনা করছেন, তাদের চাকরির আবেদনপত্রসহ সাড়া দিতে আহ্বান জানান তিনি। 
ওয়ালেস গত আট বছর যাবত ডায়াবলো'স সাউথওয়েস্ট গ্রিল চালাচ্ছেন। তিনি জানান, শনিবার ভোর ৪টার দিকে কেউ একজন দোকানে প্রবেশ করেন। কিন্তু রেস্তোরাঁর এলার্ম বেজে ওঠায় ৪৫ সেকেন্ডের মাথায় তিনি বেরিয়ে আসতে বাধ্য হন।

ওয়ালেস বলেন, প্রথমে স্বাভাবিকভাবেই তার অত্যন্ত রাগ এবং জেদ চেপেছিল কিন্তু পরক্ষণেই তিনি লোকটির জন্য এক ধরনের দুঃখবোধ করতে থাকেন। 

তিনি বলেন, আপনার এটা ভেবে মন খারাপ হবে যে, এই মানুষগুলো বেঁচে থাকার দায়ে এমন পথ বেছে নিয়েছে। ভাবুন, প্রতিবার এসব কাজের সময় তারা নিজেদের কতটা ঝুঁকি এবং বিপদের মুখে ঠেলে দেয়। 

তার ধারণা, এই ব্যক্তি কাছাকাছি আরও দুটো খাবারের দোকানে সম্প্রতি চুরির চেষ্টা করেছেন। সেখানকার সিসিটিভি ফুটেজে একই ব্যক্তির জড়িত থাকার প্রমাণ মিলেছে। 

সূত্র: সিএনএন 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে