বিচিত্র জগৎ ডেস্ক: এক দশক আগে ভূমিকম্পে বন্ধ হয়ে যাওয়া জাপানের শত বছরের পুরনো সেই ঘড়িটি আবার চালু হয়েছে।
ঘড়ির মালিক শত চেষ্টা করেও সারিয়ে তুলতে পারছিলেন না। কিন্তু ১০ বছর পর দ্বিতীয় আরেকটি ছোট ভূমিকম্প হওয়ার পর সেটি এমনি এমনিতেই টিক টিক করে বাজতে শুরু করেছে। বিবিসি এমন খবর দিয়েছে।
একটি বৌদ্ধ মন্দিরে ঘড়িটি রাখা ছিল। কিন্তু ২০১১ সালের মার্চে ভয়াবহ ভূমিকম্প পরবর্তী সুনামিতে এটি ডুবে যায়। জাপানের উত্তর-পূর্ব উপকূলের ওই সুনামিতে ১৮ হাজার মানুষ মারা যান।
মেইনিচি শিমবুন পত্রিকা বলছে, জাপানের মিয়াগি অঞ্চলের ইয়ামামোতোতে ফুমনজি মন্দিরে স্প্রিং-চালিত ঘড়িটি ছিল। ২০১১ সালের ভূমিকম্প ও সুনামিতে মিয়াগি এবং প্রতিবেশী ফুকুসিমা ভয়াবহভাবে আক্রান্ত হয়েছিল।
উপকূল থেকে কয়েকশ মিটার দূরে অবস্থিত মন্দিরটিতে সুনামির ঢেউ এসে আঘাত হানে। কেবল এর কয়েকটি থাম ও ছাদ জলোচ্ছ্বাসের বাইরে ছিল, বাকিটা পুরোপুরি ডুবে যায়।
বিপর্যয়ের পর ধ্বংসাবশেষ থেকে ঘড়িটি উদ্ধার করেন মন্দিরের প্রধান যাজক। কিন্তু তিনি এটিকে চালু করতে পারেননি।
ওই মহাবিপর্যয়ের বার্ষিকী থেকে কয়েক বছর আগে গত ১৩ ফেব্রুয়ারি আরেকটি ভূমিকম্প আঘাত হানে। আবহাওয়াবিদরা বলেন, তারা মনে করছেন, ২০১১ সালের ব্যাপক ভূমিকম্পের আফটারশক ছিল এই ভূমিকম্প।
পরদিন সকালে যাজক যখন কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, তা পরীক্ষা করতে মন্দিরের প্রধান হলে যান, তখন দেখতে পান, ঘড়িটি ফের
চলতে শুরু করেছে।