শনিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২১, ০১:৩৬:৩৬

তরুণীর পেট থেকে অপসারণ করা হলো ২ কেজি দলা পাকানো চুল!

তরুণীর পেট থেকে অপসারণ করা হলো ২ কেজি দলা পাকানো চুল!

তীব্র পেট ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক তরুণী। পরীক্ষা নিরীক্ষার পর ওই তরুণীর পেটে অজ্ঞাত বস্তুর উপস্থিতি দেখতে পান চিকিৎসকরা।  পরে অ'স্ত্রো'প'চারের মাধ্যমে তার পেট থেকে অপসারণ করা হয় প্রায় ২ কেজির মতো দলা পাকানো চুল।

ভারতের লক্ষনৌয়ের বলরামপুর হাসপাতালের চিকিৎসকরা ওই অ'স্ত্রোপ'চার করেন বলে শুক্রবার গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

চিকিৎসকরা জানান, ১৭ বছর বয়সী ওই তরুণী বিরল মা'নসি'ক রোগে আক্রান্ত। এই রোগে আক্রান্তদের মধ্যে নিজের মাথার চুল ছিঁড়ে খাওয়ার প্রবণতা থাকে।

চিকিৎসকরা চুল খাওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলে ওই তরুণীকে প্রথমে বিষয়টি অস্বীকার করেন। পরে নানাভাবে চিকিৎসকরা তাকে আশ্বস্ত করার পর ওই তরুণী জানান, পাঁচ বছর ধরে এই কাজ করছেন তিনি।

ট্রা'ইকো'বেজো'য়ার নামে বিরল এই রোগে আক্রান্তরা যেসব চুল খেয়ে ফেলেন তা হজম না হওয়ায় তাদের পেটেই জমা হতে থাকে। এক সময় তী'ব্র পেট ব্য'থা শুরু হয়।
ওই তরুণীকে কমপক্ষে ১৫ দিন  হাসপাতালে থাকতে হবে। চিকিৎসকরা তার মা'নসি'ক এই সমস্যার জন্য কাউন্সেলিং করবেন বলে জানিয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে