বরিশালের বানারীপাড়ায় দেশী প্রজাতীর একটি গাভী একসঙ্গে তিনটি বাছুর প্রসব করেছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার সলিয়াবাকপুর গ্রামে মোঃ শাহীন হাওলাদারের খামারে একটি গাভী একত্রে কালো রঙয়ের তিনটি বাচ্চা (বাছুর) প্রসব করে। তিনটিই বকনা (মেয়ে) বাছুর।
একটি গাভী একসঙ্গে তিনটি বাছুর প্রসব করায় এলাকাবাসীর মাঝে কৌতুহলের সৃষ্টি হয়েছে। বাছুর তিনটিকে এক নজর দেখার জন্য খামারী শাহিন হাওলাদারের বাড়িতে মানুষের ভিড় পড়ে যায়। অনেকে আবার শখের বশে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করায় বিষয়টি ভাইরাল হয়ে যায়।
বর্তমানে বাচ্চা তিনটি ও মা গাভীটি সুস্থ রয়েছে। এদিকে গাভীটি এক সঙ্গে তিন'টি বাচ্চা প্রসব করায় এর মালিক দারুন খুশি।
এ প্রসঙ্গে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নে প্রানিসম্পদের দায়িত্বে থাকা এলএসপি মিজান সরদার জানান, গাভীর এক সঙ্গে ৩ টি ডিম্বানুর সৃষ্টি হওয়ায় তিনটি বাছুর জন্ম নিয়েছে। বিরল হলেও এটা স্বাভাবিক ঘটনা।