রবিবার, ১৪ নভেম্বর, ২০২১, ০৬:৩৬:২৪

এক সময় মহাকাশ থেকে ছুটিতে পৃথিবীতে বেড়াতে আসবে মানুষ!

এক সময় মহাকাশ থেকে ছুটিতে পৃথিবীতে বেড়াতে আসবে মানুষ!

এক সময় মানুষ মহাকাশেই সন্তান সন্ততির জন্ম দিতে পারবেন। এমনকি গড়ে ফেলা যাবে পুরোদস্তুর অন্য এক বসবাসের স্থান। সেখানকার বাসিন্দারা ছুটিতে বেড়াতে আসবেন পৃথিবীতে। ঠিক যেমন আপনি পরিবার নিয়ে ছুটির দিনে বেড়াতে যান ভিক্টোরিয়ায় বা চিড়িয়াখানায়।

এই ভবিষ্যদ্বাণী দিয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের হিসেবে পরিচিত জেফ বেজোস। তার দাবি, আগামী দিনে এটাই হতে চলেছে। কারণ একটা সময় পৃথিবীতে আর জনসংখ্যা বাড়ার রাস্তা থাকবে না। তখন বিকল্প কি হবে? আর কেমনই বা হবে সেই পরিকল্পনা?

ওয়াশিংটন ডিসিতে এক অনুষ্ঠানে হাজির হয়ে চমকে দিয়েছেন জেফ বেজোস। সেখানেই তিনি তার ভবিষ্যত পরিকল্পনা খোলাসা করেন। অ্যামাজনের এই প্রতিষ্ঠাতা জানিয়েছেন, ভবিষ্যতে পেল্লায় সব সিলিন্ডারের মধ্যে মানুষ ভরে মহাকাশে পাঠানো হবে। কৃত্রিম উপায়ে সেই সিলিন্ডারে তৈরি করা হবে পৃথিবীর আবহাওয়া।

আগামী দিনে মহাশূন্যে পুরোদস্তুর একটি দুনিয়াও বানিয়ে ফেলা অসম্ভব হবে না বলে আশা প্রকাশ করেছেন তিনি। জেফ বেজোস বলেন, মহাকাশে বহু মানুষের জন্ম হবে। সুতরাং সেটাই হবে তাদের জন্মভূমি। আর পৃথিবী তাদের কাছে হবে ঘুরতে আসার জায়গা।

জেফ বেজোস ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলতে গিয়ে জানান, তার লক্ষ্য মহাকাশে মানুষের বসবাসযোগ্য উপনিবেশ তৈরি করা। রসিকতা করে তিনি বলেন, ভালোই ব্যবস্থা থাকবে। সবচেয়ে বড় কথা ওখানে বৃষ্টি বা ভূমিকম্পের কোনও সম্ভাবনা নেই। ওখানকার লোকেরা ঘুরতে বা ছুটি কাটাতে আসবেন আমাদের পৃথিবীতে।

অ্যামাজনের কর্ণধারের এই পরিকল্পনার নাম দেওয়া হয়েছে ও’নিল স্পেস কলোনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে