বিচিত্র জগৎ ডেস্ক : বিশ্বের সবচেয়ে বেশি বিলাসবহুল নগরীর দেশ হিসেবে পরিচিত সিঙ্গাপুর। অথচ সে দেশে আকাশছোঁয়া অট্টালিকা কিংবা বিলাসবহুল অ্যাপার্টমেন্টের কোনো অভাবই নেই। তার পরেও বিলাসবহুল দেশটিতেই একজন মানুষের জন্য এমন কোনো জায়গার ব্যবস্থা হয়নি, যাকে তিনি বাড়ি বলতে পারেন। সে কারণে ৩০ বছর ধরে জঙ্গলে বাস করছেন ওই ব্যক্তি।
ওহ গো সেং নামের ওই ব্যক্তির সঙ্গে প্রথমবার দেখা হলে তার উজ্জ্বল চোখের ভাষায় আকৃষ্ট না হয়ে পারা যাবে না। এরই মধ্যে তিনি জীবনের ৭৯ বছর পার করেছেন। অথচ এই বয়সে অন্যদের চেয়ে তাকে কম বয়সী মনে হবে। বয়সের ছাপ সেভাবে তার চেহারায় পড়েনি। চলতি ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয় সিঙ্গাপুরের জঙ্গলে ওহের বসবাসের ঘটনাটি।
অনেকেই প্রশ্ন তুলেছেন, তার মতো বয়স্ক মানুষকে কেন আরো সহায়তা দেওয়া হলো না। আবার অনেকেরই কৌতূহল- ৩০ বছর ধরে সবার অলক্ষ্যে কিভাবে তিনি জঙ্গলে এভাবে জীবনযাপন করতে পারলেন। কিন্তু ২০২১ সালের বড় দিনের উৎসবে সরকারি কর্মকর্তাদের কাছে ধরা পড়েন ওই ব্যক্তি। কোনো লাইসেন্স নেই; অথচ তিনি শাকসবজি বিক্রি করছিলেন। জানা গেছে, নিজের ফলানো শাকসবজি এবং মরিচ বিক্রি করছিলেন তিনি।
এর আগে তিনি বিভিন্ন বাজারে গিয়ে ফুল বিক্রি করতেন। তবে করোনা ভাইরাস মহামারিতে সেই কাজ বন্ধ হয়ে যায়। সরকারি কর্মকর্তারা ওহ গো সেং-এর জিনিসপত্র জব্দ করেন। ওই সময় ভিভিয়ান প্যান নামের একজন দাতব্য কর্মী সেদিক দিয়ে যাচ্ছিলেন। তিনি পুরো ঘটনা দেখেন। ভিভিয়ান এ ব্যাপারে বলেছেন, ঘটনাটি দেখে সরকারি কর্মকর্তাদের ওপর ভীষণ রাগ হয়েছিল। লোকটির জন্য মনে কষ্টও হচ্ছিল। লোকটি খালি হাতে ফিরুক, সেটি চাইনি।
তিনি আরো বলেছেন, তবে এটিও বুঝতে পারছিলাম যে এটা আইন। সে কারণে রাস্তায় এভাবে কোনো ব্যক্তি কিছু বিক্রি করতে পারবেন না। ঘটনাটির ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট করেছিলেন ওই দাতব্য কর্মী। এরপর সেটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওর জেরেই ওহ গো সেং আলোচনায় আসেন। ওহ গো সেং-এর একজন নিকটাত্মীয় জানিয়েছেন, কোথায় থাকেন জানতে চাইলেই আমাদের বলতেন, জঙ্গলে বাস করেন। সূত্র : বিবিসি।