বিচিত্র জগৎ ডেস্ক : হুইসেল বাজিয়ে আগে আগে ছুটছে অ্যাম্বুল্যান্স, সেটিকে অনুসরণ করে পিছনে দৌড়াচ্ছে একটি ঘোড়া। সোমবার এমনই একটি বিরল দৃশ্যের সাক্ষী থাকলো ভারতের রাজস্থানের উদয়পুর। যা এখন নেটমাধ্যমে ভাইরাল। রাস্তায় আহত অবস্থায় একটি ঘো়ড়াকে পড়ে থাকতে দেখেন উদয়পুর শহরের হরিদাসজি মগরির এক বাসিন্দা। তিনি পশু উদ্ধারকারী সংস্থাকে খবর দেন।
সেই খবর পেয়ে অ্যাম্বুল্যান্স নিয়ে হাজির হন ওই সংস্থার স্বেচ্ছাসেবীরা। এর পর আহত ঘোড়াটিকে উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে হাসপাতালে নিয়ে যান তারা। আশ্চর্যজনক ভাবে অ্যাম্বুল্যান্সের চালক দেখেন গাড়ির পিছনে ছুটছে একটি ঘোড়া। সেটিকে দেখে একটু গতি কমান চালক। প্রায় ৮ কিলোমিটার অ্যাম্বুল্যান্সটিকে অনুসরণ করে পশু হাসপাতালে পৌঁছায় ঘোড়াটি।
জানা গিয়েছে, আহ'ত ঘোড়াটি দ্বিতীয় ঘোড়ার সঙ্গী। আহত সঙ্গীকে কাছছাড়া করতে চায়নি। আর সে কারণেই অ্যাম্বুল্যান্সের পিছনে পিছনে দৌড়ে হাসপাতালে পৌঁছায় সেটি। আহত ঘোড়ার চিকিৎসা চলছে। তার সঙ্গীকেও রাখা হয়েছে হাসপাতাল চত্বরেই। ভিডিওটি ভাইরাল হতেই ‘বন্ধুত্বের’ এক সুন্দর নিদর্শনে মেতে উঠেছে নেটদুনিয়া।