সোমবার, ১৩ জুন, ২০২২, ০৯:১৯:১৮

"আমার লাভ ম্যারেজ, কিন্তু স্বামীকে কোনওদিন ভালোবাসিনি"

বিচিত্র জগৎ ডেস্ক : এক মহিলা নিজের বিয়ে নিয়ে খুশি নন। কারণ তিনি লাভ ম্যারেজ (Love Marriage) করলেও তাঁর স্বামীকে তিনি কখনওই ভালোবাসেননি। এই কারণে তিনি সম্পর্ক কোন দিকে চলেছে, বুঝতে পারছেন না!

প্রশ্ন: আমার জীবন বেশ ঠিক গতিতেই এগচ্ছিল। তবে বাধ সাধল বিয়ে। আসল কথা হল আমি নিজের স্বামীকে কোনওদিনও ভালোবাসিনি। তবে লোকে জানে আমরা লাভ ম্যারেজ করেছি। এটাই হল আমার জীবনের বড় ট্র্যাজেডি। আপনি ভাবতেই পারবেন না কী সমস্যার মধ্যে দিয়ে আমি যাচ্ছি।

আসলে বাবা-মায়ের চাপে আমার বিয়ে হয়। আমার বিয়ে করার কোনও ইচ্ছেই ছিল না। এক্ষেত্রে বিয়ে করতে হয় আমার বাবামায়ের চাপে। আসলে আমার বিয়ে হয়েছে এক বন্ধুর সঙ্গে। ও খুব কাছেরই বন্ধু ছিল। তাই ওকে বিয়ে করে নিই। 

কিন্তু ভালোবাসা কোনও কালেই ছিল না। আমরা একে অপরের থেকে বরাবরই আলাদা ছিলাম। একে অপরকে কোনওদিনও ভালোবাসিনি। আমার বিয়েটা ছিল একটি ধোকা। আমি মিথ্যের উপর দাঁড়িয়ে বিয়ে করেছি। তাই চিন্তার অবশ্যই অবকাশ রয়েছে। তাই রোজ নিজের মতো করে ভেবে যাই।

এবার আমার পয়সার কোনও অভাব নেই। ভালো চাকরি করি। সব নিয়ে ভালোই আছি। কোনও কষ্ট নেই। শুধু এই বিষয়টি আমার কুড়ে কুড়ে খায়। তাই আমি ভীষণ চিন্তায় থাকি। 

এভাবে আর কতদিন আমি মানুষটির পাশে থাকতে পারব? কোনও বিশেষজ্ঞ যদি এই বিষয়টি সম্পর্কে একটু জানান, তবে খুব সুবিধে হয়।​

বিশেষজ্ঞের উত্তর

এই প্রসঙ্গে বিশিষ্ট সাইকোলজিস্ট ড: ঈশিতা মুখোপাধ্যায় বলেন, আসলে বিয়ের এই সম্পর্কে তখনই যাওয়া উচিত যখন একটি মানুষ অপর একটি মানুষকে ভালোবাসেন। তাঁরা একে অপরের সঙ্গে জীবন অতিবাহিত করার চেষ্টা করতে পারলেই অনেক সমস্যার সমাধান করা যেতে পারে। এবার নিজেদের মধ্যে এই বোঝাপড়াটুকু না থাকলে ভালোবাসার সম্পর্কে এগনোই যায় না।

​সুখী দাম্পত্য নয়

যদি দুই জন মানুষ একে অপরকে ভালোবাসায় ভরিয়ে দিতে পারেন, নিজেদের জায়গা দিতে পারেন, তবে অবশ্যই ঠিকমতো এগিয়ে যাওয়া সম্ভব হবে। এমনকী বিবাহিত জীবন হবে সফল। 

তবে মনে রাখবেন, এগুলির কোনও কিছু না থাকলে কিন্তু সমস্যা দেখা দেওয়া খুবই স্বাভাবিক। কিন্তু এখানে আরও একটা কথা মাথায় রাখতেই হবে, যে কোনও সম্পর্ক থেকে বেরিয়ে আসা খুবই কঠিন এক কাজ। সহজে এর থেকে বেরিয়ে যাওয়া যায় না। এমনকী মনেও কষ্ট থাকে। তবে এই ধরনের সম্পর্কে থেকে যাওয়াও কিন্তু খুবই কঠিন।

​স্বামীকে বলুন 

যদিও সম্পর্ক হল একটি প্রতিষ্ঠান। এর সঙ্গে জড়িয়ে আছে অনেকগুলি জীবন। এমনকী কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেদের পরিবারকে ভুলে যাওয়াটাও কিন্তু উচিত হবে না। 

আমি চাই, আপনি নিজের স্বামীর সঙ্গে এই বিষয়টি ভাগ করে নিন। তার মতামত এই সম্পর্কে জানুন। তবেই সমস্যা থেকে বেরিয়ে যেতে পারবেন। অন্যথায় সমস্যা দেখা দিতে পারে।

​কথা বলুন
তাঁকে সমস্ত কথাটা খুলে বলুন। দেখুন তিনি কী ভাবছেন। তিনি যদি এই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চান, তবে কোনও সমস্যা নেই। আর বেরিয়ে যেতে না চাইলে একটি সময় নিন। কারণ তাড়াহুড়ো করলে অনেক ক্ষেত্রেই সমস্যা দেখা দিতে পারে। 

তাই চিন্তা অবশ্যই করতে হবে। তবেই সমস্যা থেকে এগিয়ে যাওয়া যাবে। আর চাইলে কোনও ম্যারেজ কাউন্সিলরের পরামর্শ নিন। তবেই ভালো থাকতে পারবেন।প্রতিবেদন সৌজন্যে: এই সময়, টাইমস অব ইন্ডিয়া

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে