শুক্রবার, ২৪ জুন, ২০২২, ০৯:১৩:৩৯

বালিশের দাম ৫৫ লক্ষ টাকা! কারন জানলে অবাক হবেন

বালিশের দাম ৫৫ লক্ষ টাকা! কারন জানলে অবাক হবেন

বিচিত্র জগৎ ডেস্ক : বালিশের দাম ৫৫ লক্ষ টাকা! কারন জানলে অবাক হবেন। কোটিপতিরা নাকি সব কিনতে পারেন! সে সব ধারণা ভুল প্রমাণ করে দিতে পারে একটি সাধারণ বালিশ। 

কারণ সেটি বিশ্বের সবচেয়ে দামি বালিশ। দাম ৫৫ লক্ষ টাকা। অর্থাৎ, দু’জনের দু’টি বালিশ কিনতে গেলেই কোটি টাকা খরচ।

কিন্তু এত দাম কেন সেই বালিশের? কী আছে তাতে?

নিজের সর্বস্ব বিক্রি করেও এই বালিশ কিনতে পারবেন না অনেকে। তবে এর পিছনে ১৫ বছরের শ্রম দিয়েছেন এক ফিজিয়োথেরাপিস্ট।নেদারল্যান্ডসের সেই ফিজিয়োথেরাপিস্ট শান্তির ঘুম আনার জন্যই এ নিয়ে এত দিন ধরে গবেষণা চালিয়েছেন। তা-ই এখন বিশ্ব জুড়ে বিক্রি হচ্ছে ৫৭,০০০ ডলারে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ৫৫ লক্ষ টাকা।

অনেকেরই বক্তব্য, এত দামি বালিশ কেনার পর আর ঘুম আসাই হয়তো অসম্ভব হয়ে পড়বে!

কিন্তু কেন এত দাম সেই বালিশের?

দামের কারণ জানতে গেলে বুঝতে হবে কী কী আছে তাতে। হিরে, চুনি, নীলকান্তমণি— সব আছে এই বালিশে। সোনাও রয়েছে যথেষ্ট পরিমাণে। বালিশে যে তুলো ভরা হয়েছে, তাতে একটি রোবটিক যন্ত্র বোনা। 

বালিশের চেনে রয়েছে চারটি হিরে। তারই সঙ্গে নীলকান্তমণিটি আটকানো রয়েছে। যে-সে ভাবে বিক্রিও করা হয় না এই বালিশ। এটি বন্ধ করা থাকে একটি সাজানো বাক্সে।

বালিশটি যিনি বানিয়েছেন, সেই ফিজিয়োথেরাপিস্টের দাবি, অনিদ্রায় ভুগছেন যাঁরা, তাঁদের সব সমস্যা দূর হবে এমন বালিশে মাথা রেখে ঘুমালে। মনের শান্তি অন্য রকম হবে।যদিও অনেকেরই বক্তব্য, এত দামি বালিশ কেনার পর আর ঘুম আসাই হয়তো অসম্ভব হয়ে পড়বে!-আনন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে