বুধবার, ২০ জুলাই, ২০২২, ০৬:২৮:৫১

পুরুষের এই ৬টি স্বভাব মেয়েদের অত্যন্ত পছন্দের!

পুরুষের এই ৬টি স্বভাব মেয়েদের অত্যন্ত পছন্দের!

বিচিত্র জগৎ ডেস্ক : পুরুষের এই ৬টি স্বভাব মেয়েদের অত্যন্ত পছন্দের! ১. পুরুষদের আত্মবিশ্বাস নারীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ যদি কোনও পুরুষ আত্মবিশ্বাসে পরিপূর্ণ হয় ৷নিজের উপরে অগাধ বিশ্বাস থাকে ও নিজেকে বিশ্বাস করে মহিলারা এই বিশেষ গুণ পুরুষের মধ্যে দেখতে চান ৷ 

এই গুণেই পুরুষের প্রতি মহিলাদের আকৃষ্ট করে ৷ আত্মবিশ্বাসে পরিপূর্ণ পুরুষের সঙ্গে থাকতে ভালবাসেন মহিলারা ৷ তখনই মহিলারা ভাবেন এই পুরুষের উপরে বিশ্বাস করা যেতে পারে ৷

২. যদিও অনেক মেয়ে আছেন যাঁরা পুরুষদের পোশাক পরিচ্ছদ নিয়ে বিশেষ খেয়াল রাখেন ৷ ড্রেসিং সেন্সেই একটি মেয়ের মনের রাজা হয়ে উঠতে পারে পুরুষ 

৩. প্রধানত মহিলাদের স্বভাব একটু সংবেদনশীল ও ভাবুক তারা চায় ৷ পুরুষেরা সব সময়ে শুনে যাক কিছু বলার দরকার নেই ৷যদিও মেয়েটির কথা শুনতে ভাললাগছেনা তবুও মন দিয়ে যেন কথা শোনেন ৷ যে পুরুষ এমন করে মহিলারা তার প্রেমে পাগল হয়ে যায় ৷

৪. বোরিং পার্টনার কোনও মেয়েই চায়না ৷ সর্বদা হাসিখুশি থাকেন এমন পুরুষই মেয়েদের স্বপ্নের পুরুষ, হাসি ঠাট্টা ছাড়া যেকোনও মানুষই বোরিং হয়ে ওঠেন ৷

যদি এমন পুরুষ আছে যারা সর্বদা হাসি-ঠাট্টা করেন, এটা অত্যন্ত জরুরি ৷ যদি কোনও পুরুষ সর্বদা হাসেন তার প্রতি মহিলাদের বিশেষ ভাবে আকর্ষণ বৃদ্ধি করে ৷

৫. যেই সমস্ত পুরুষদেরই মহিলারা আকৃষ্ট করে যারা কেরিয়ারে অত্যন্ত সফল ৷ যদিও মেয়েরা পুরুষদের বেতন বা স্টেটাস নিয়ে বিশেষ পরিকল্পনা করেনা ৷যদি কোনও মেয়ে বুঝতে পারে পুরুষ কেরিয়ারে দাঁড়িয়ে গিয়েছে পরিপক্কতা ও সিরিয়াসনেস ও ম্যাচিওরিটি বিষয়টি বুঝতে পারা যাবে ৷ যখন পুরুষ তার কেরিয়ারে সফল হতে থাকে সেই সম্পর্ক আস্তে আস্তে টিকে থাকে ৷

৬. পুরুষরা মহিলাদের তখনই ইমপ্রেস করতে করতে পারে যখন সামনের মানুষটি সম্মান পায় ৷ মেয়েদের জন্য বেশ কিছু ভাল কাজ করতে হবে ৷
সেই পুরুষের উপরে মেয়েরা প্রেমে পড়ে যদি সামনের মানুষটিক কাছে অত্যন্ত পরিচিত ৷ কখনও মেয়েটির ঠান্ডা লেগেছে তখনই নিজের জ্যাকেট তাকে দিয়ে দিতে হবে ৷

এটি যদিও ফিল্মি কায়দা তবুও মেয়েদের কাছে পুরুষের কথার অনেক গুরুত্ব ৷ মেয়েদের ছোট ছোট বিষয় পুরুষেরা মনে রাখতে পারলেই বাজিমাত৷ফিল্মি পুরুষদের মেয়েরা অত্যন্ত বেশি পছন্দ করে ৷তথ্যসূত্র : নিউজ এইটিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে