বিচিত্র জগৎ ডেস্ক : আমরা শুধুমাত্র টাকা পয়সা কারো থেকে ধার নিলে বা কারোকে ধার দিলে মাথায় চিন্তা থাকে। টাকা বাদে অন্য জিনিস দেওয়া নেওয়া করলে কিছুই হয় না।
কিন্তু জানেন কী, সনাতন নীতি অনুযায়ী এই ৫ টি জিনিস কখনই কারো থেকে ধার নেওয়া উচিত নয়, বা কারোকে দেওয়াও উচিত নয়। আমাদের আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হল সেই পাঁচটি জিনিস সম্পর্কে-
১) কলম- সনাতন নীতি অনুযায়ী, কলম আমাদের ভালো কর্ম করার অন্যতম অস্ত্র। এটি কাউকে দেওয়া মানে নিজের কর্মের প্রাপ্তিকে অন্য কারও সঙ্গে ভাগ করে নেওয়া।
২) বই- বই হল জ্ঞানের আধার। একে দেওয়া মানে নিজের জ্ঞানের পরিমাণ কমিয়ে দেওয়া।
৩) সঙ্গী- আপনার সঙ্গী আপনার মর্যাদা রক্ষা করেন। তাকে যদি অন্য কারো কাছে দিয়ে দেন এতে আপনার মর্যাদা ও সম্মান হানি হয়।
৪) রুমাল- সনাতন নীতি অনুযায়ী এটি খুবই পবিত্র জিনিস। কারণ এই রুমাল দিয়ে আমরা মুখের ও কপালের ঘাম মুছি। কপালেই লেখা থাকে ভাগ্য। নিজের টাকার ব্যাগে এই রুমাল রাখলে আর্থিক অবস্থারও উন্নতি হয়।
৫) ব্যবহার করা পোশাক- অন্যের সঙ্গে পোশাক দেওয়া নেওয়া করামানে সেই ব্যক্তির ইতিবাচক বা নেতিবাচক দুই স্বত্তাকেই ভাগ করে নেওয়া।