শনিবার, ২০ আগস্ট, ২০২২, ০১:৫২:২৭

ইমারজেন্সি ৯১১ নম্বরে কল করলো বানর! অতঃপর...

ইমারজেন্সি ৯১১ নম্বরে কল করলো বানর! অতঃপর...

বিচিত্র জগৎ ডেস্ক : যুক্তরাষ্ট্রে ৯১১ নম্বর থেকে ফোন যাওয়া মানে নিরাপত্তা রক্ষীরা ধরে নেন কোনো অঘটন ঘটেছে। কারণ, কোনো অঘটন ছাড়া ভাল খবর দেয়ার জন্য এই নম্বর নয়। 

শনিবার রাতে ক্যালিফোর্নিয়ার সান লুইস ওবিসপো কাউন্টি শেরিফের অফিসে ঠিক এই নম্বর থেকেই ফোন যায়। তারা ফোন ধরেন। অপর প্রান্ত থেকে যে শব্দ তা স্বাভাবিক নয়। 

আকস্মিক কলটি ডিসকানেক্ট হয়ে যায়। নিরাপত্তারক্ষীরা কল করার চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হলেন। টেক্সট ম্যাসেজ করলেন। কিন্তু তাতেও কোনো সাড়া পাওয়া গেল না।

ফলে নিরাপত্তারক্ষীদের পাঠানো হলো তদন্তে। দেখা গেল ঠিকানাটা পাসো রোবলসের কাছে চিড়িয়াখানায়। সেখান থেকে কেউই কল করেনি। ফলে তারা ধরে নিলেন রুট নামের ছোট্ট ক্যাপুচিনো বানর চিড়িয়াখানার সেলফোন হাতে তুলে নিয়েছিল। 

ওই অফিসের এক পোস্টে বলা হয়েছে, আমাদেরকে জানানো হয়েছে যে ক্যাপুচিনো বানরগুলো খুবই কৌতুহলী। তারা যা পায়, তাই ধরতে চায়। তারপর বাটন টিপতে থাকে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে