প্রদিপ বিশ্বাস: আজ কলেজ শেষ । কলেজ শেষে বের হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি হঠাৎ কে জেনো আমায় পিছন থেকে আমার নাম ধরে ডাকছে । ফিরে দেখি অবন্তিকা আমায় ডাকছে আমি একটু দাড়িয়ে থাকলাম আর বললাম কিছু বলবা অবন্তিকা । অবন্তিকা আমাকে বললে যে প্রদিপ আমি তোমাকে একটা কথা বলবো । আমি বললাম বলো অবন্তিকা । তার পর অবন্তিকা আমাকে বললে যে আমি তোমাকে ভালোবাসি । কিন্তু আমি তোমাকে ওইভাবে কখনো পছন্দ করিনি আর করতেও পারবোনা... তখন অবন্তিকা আমাকে বললো কিন্তু কেন? কারন আমি আমার মনের মতো একটা মানুষ চাই আর তুমি দেখতেও তেমন সুন্দর না । যে আমার মন বুঝবে, আমার বাবা মাকে দেখবে । আমাকে ভালবাসার দরকার নাই আমার বাবা মা কে ভাল বাসলে হবে । কারন তারা আমার জিবনের সব কিছু । তাদের কে আমি কষ্ট দিতে পারবো না । তুমি আমাকে মাপ করে দেও । আমি তোমাকে ভালবাসতে পারবো না । তখন অবন্তিকা আমাকে বললো আমি কি পারবো না তোমার বাবা মাকে ভালবাসতে কারন তারা তো আমার বাবা মা । থাক এই ব্যাপারে আমি আর কোন কথা বলতে চাইনা... প্লিজ আমার জীবন থেকে চলে যাও । ঠিক তখন অবন্তিকা আর কিছু না বলে ওখান থেকে চলে আসে... বাসায় গিয়ে দেখে কেউ নেই...সবাই বাইরে... ও বাথরুমে আয়নার সামনে যায়...আর মনে মনে বলতে থাকে... ”আমি দেখতে অসুন্দর আমি কি ওর বাবা মাকে ভালবাসতে পারবো না । আমি কি এতোই খারাপ । ও আমাকে একটুও বুঝলো না । তারপর ও ঠিক করে ফেলে ও কি করবে... ২ঘন্টা পর...সবাই বাসায় ফিরে আসে...ওর মা ওকে খুজতে যখন ওর রুমে যায় দেখে বাথরুমের দরজার নিচ দিয়ে পানি আসতেছে আর দরজা খোলা...দরজা খুলে ভিতরে গিয়ে দেখে পুরা ফ্লোর রক্তে ভরে গেছে...
আর অবন্তিকা মেঝতে পড়ে আছে...ওর পুরা চেহারা, হাত সবকিছু ছুরি দিয়ে কাটার নিশান
আর আয়নাতে রক্ত দিয়ে লেখা..... এখন কি আমি সুন্দর হতে পেরেছি...? মানুষের চেহারাই
সবকিছু না...ভালো ব্যবহার দিয়ে আপনি আপনার অসুন্দর কে ঢেকে রাখতে পারেন, কিন্তু
সুন্দর চেহারা দিয়ে আপনি কখনই আপনার বাজে স্বভাব কে ঢেকে রাখতে পারবেন না...
তাই মানুষকে পরখ করতে হয় ব্যক্তিত্ব, মন, ব্যবহার দিয়ে...চেহারা দিয়ে নয়...!
২১ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/প্রদিপ/পিবি