এক্সক্লুসিভ ডেস্ক : কি সেই রহস্য, লাল সিগন্যালে চলে গেল ২৮টি বছর! নানা ঘটনা, নানা পরিবর্তনের সাক্ষী লাল আলোটা। বার্লিনের দেয়াল তখনো ভাঙা হয়নি। তার দু’বছর আগে থেকে জ্বলছে জার্মানির ড্রেসডেন শহরের এই ট্রাফিক সিগন্যালের লাল আলো৷
বছরের পর বছর কেটে গেছে। কিন্তু আলোর রং বদলায়নি৷ গত ২৮ বছর ধরে ড্রেসডেন শহরের এই ট্রাফিক সিগন্যালের আলো লাল হয়ে রয়েছে৷
বিষয়টি স্পষ্ট করা যাক৷ ১৯৮৭ সালে ড্রেসডেন শহরে গুরুত্বপূর্ণ এক চার মাথার মোড়ে বসানো হয় এক ট্রাফিক সিগন্যাল। এর ঠিক দক্ষিণেই এলবে নদী। চার মাথার বাকি তিনদিকের ট্রাফিক সিগন্যালের আলোর পরিবর্তন হয়।
কোনো গাড়ি সোজা যেতে গেলেই লাল সংকেতের মুখে পড়তে হয়। গত ২৮ বছর ধরে এই অদ্ভুত ট্রাফিক সিগন্যাল রক্ষণাবেক্ষণের জন্য খরচ হয়েছে প্রায় দেড় লাখ ইউরো।
কিন্তু এত টাকা খরচ করে কেন জ্বালিয়ে রাখা হয়েছ ট্রাফিক সিগন্যালে লাল আলো? শহরের প্রশাসনিক কর্তারা বলছেন, আইন অক্ষরে অক্ষরে পালনের জন্য লালবাতি জ্বালিয়ে রাখতে হচ্ছে। ওই রাস্তাটা বন্ধ করে রেখে গাড়িগুলোকে ঘুরিয়ে অন্য রাস্তায় পাঠানো হচ্ছে।
তাহলে তো ‘স্টপ’ সাইনবোর্ড ঝুলিয়েও লালবাতি বন্ধ করা যেত৷ এখানেও রয়েছে একটি সমস্যা৷ রয়েছে আইনের বজ্রআঁটুনি৷ শহরের ট্রাফিক আইনে পরিষ্কার লেখা আছে, স্টপ নয় লাল বাতি জ্বালিয়ে রাখতে হবে৷
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে