বিচিত্র জগৎ ডেস্ক : চীনের বহুমুখী বিশেষ সৌর উপগ্রহ ‘খুয়াফু-১’ সম্প্রতি সূর্যের হার্ড এক্স-রে ছবি তুলে প্রকাশ করেছে। এটি ‘খুয়াফু-১’ উৎক্ষেপণের পর প্রকাশিত প্রথম বৈজ্ঞানিক চিত্র।
জানা গেছে, এটি বর্তমানে পৃথিবীর দৃষ্টিকোণ থেকে নেয়া সূর্যের একমাত্র হার্ড এক্স-রে চিত্র। এর গুণগত মান আন্তর্জাতিক পর্যায়ের বলে স্বীকৃতিও পেয়েছে।
‘খুয়াফু-১’ উপগ্রহের পুরো নাম হল অ্যাডভান্সড স্পেস-বেইজড সোলার অবজারভেটরি। এটি একটি বহুমুখী সূর্য অনুসন্ধান উপগ্রহ।