সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩, ০৭:৫৮:২৭

এবার গাছে উঠার ‘বাইক’ উদ্ভাবন করলেন এক কৃষক! দেখুন ভিডিও

এবার গাছে উঠার ‘বাইক’ উদ্ভাবন করলেন এক কৃষক! দেখুন ভিডিও

বিচিত্র জগৎ ডেস্ক : পৃথিবীতে কত রকমের আবিষ্কারই না আছে। এতসব আবিষ্কারের মধ্যে বাইক বা মোটরসাইকেল অন্যতম। এবার ভারতের কর্ণাটক রাজ্যের এক কৃষক গাছে উঠার ‘বাইক’ উদ্ভাবন করেছেন।  যন্ত্রটির ব্যবহারের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ পায়, পরে তা ভাইরাল হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ভারতের মাহিন্দ্রা শিল্পগোষ্ঠীর চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রার বাইকটি দৃষ্টিগোচর হয়। পরে তিনি যন্ত্রটি আরও আধুনিক করার জন্য প্রকল্প হাতে নেন।

এনডিটিভির একটি ভিডিওতে দেখা যায়, নারিকেল বাগানে এক ব্যক্তি যন্ত্রটি ব্যবহার করছেন।  তিনি প্রথমে বাইকটি নারিকেল গাছে স্থাপন করেন। পড়ে তাকে খুব দ্রুত গাছে উঠতে এবং নামতে দেখা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, কর্ণাটকের বান্টওয়াল এলাকার কোমলে গণপতি ভাট (৫১) নামে এক কৃষক লম্বা গাছে আরোহণে 'আরেকা বাইক' নামে একটি যন্ত্র উদ্ভাবন করেন। আনন্দের যন্ত্রটি দৃষ্টিগোচর হয়। তিনি দ্রুত নারিকেলসহ অন্যান্য গাছে যাতে আরহণ করা যায় সেজন্য যন্ত্রটির সংস্কার করেন।  

যন্ত্রটিতে ঘড়ির কাঁটার দিকে এবং বিপরীত পাশে ঘুরানো জন্য একটি পদ্ধতি যুক্ত করা হয়। বাইকটিতে একটি আরামদায়ক আসন লাগানো হয়। এক লিটার পেট্রল দিয়ে প্রায় ৭০-৮০টি নারিকেল গাছে উঠার অক্ষমতা অর্জন করে বাইকটি। এটির ওজন প্রায় ৪৫ কেজি এবং যন্ত্রটি একটি ট্রলির সঙ্গে যুক্ত করা হয়েছে। তাই এটি বহন করাও সহজ। 

একজনেই মেশিনটিকে গাছের সঙ্গে যুক্ত করতে পারেন, তবে কেউ সাহায্য করলে বিষয়টি আরও সহজ হয়ে যায়।  বাইকটি গাছের সঙ্গে যুক্ত করতে এক মিনিট লাগে এবং আরোহণকালে সময় লাগে আরও এক মিনিট। যন্ত্রটির দাম দেড় লাখ রুপি। ( ভিডিও )

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে