মঙ্গলবার, ০৭ মার্চ, ২০২৩, ০৯:৫৮:১২

ঊদ্ধারকারীকে ছেড়ে যেতে চায় না পাখিটি

ঊদ্ধারকারীকে ছেড়ে যেতে চায় না পাখিটি

বিচিত্রজগৎ ডেস্ক : মানুষে মানুষে ভেদাভেদ আছে; কিন্তু পশু-পাখির ক্ষেত্রে তার ব্যতিক্রম দেখা যায়। তারই এক অনন্য নজির দেখা গেল ভারতে। প্রায় এক বছর আগে ভারতের উত্তর প্রদেশের এক ব্যক্তি একটি সারস পাখিকে আহত অবস্থায় উদ্ধার করেছিল। এখন সেই পাখিটি আরিফের ভ্রমণসঙ্গী।

তাদের একসঙ্গে চলাচলের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। আরিফ ভেবেছিলেন সুস্থ হওয়ার পর পাখিটি হয়তো বনে ফিরে যাবে। কিন্তু এটি তা করেনি। এর পর তাদের দু’জনের মধ্যে অসাধারণ এক বন্ধুত্ব গড়ে ওঠেছে। খবর বিবিসির

উদ্ধারকারী আরিফ বলেন, কোনো কোনো দিন সে দূরে চলে যায়, কিন্তু সবসময় সূর্যাস্তের আগে বাড়িতে ফিরে আসে। স্বাধীনতার মধ্যেই বন্ধুত্বকে টিকে রাখে।আমিও পাখিটি ছাড়া অন্য কোনো চিন্তা করতে পারি না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে