বিচিত্রজগৎ ডেস্ক : পৃথিবীর আজব কিছু ঘটনা অহরহই ঘটে থাকে। ১৮১২ সালে ৮.৬ মাত্রার একটি ভূমিকম্পের প্রভাবে মিসিসিপি নদী কয়েক ঘণ্টার জন্য উল্টো দিকে প্রবাহিত হয়েছিল-
# পৃথিবীর সবচেয়ে মূল্যবান বা দামি পানি হচ্ছে হাওয়াইয়ের গভীর সমুদ্র তলদেশ থেকে তুলে আনা উচ্চ খনিজ সমৃদ্ধ ও বিশেষ উপায়ে লবণমুক্ত করা ‘কণা নিগারি’ পানি। এর এক আউন্স পানির দাম সাড়ে ১৭ ডলার।
# ভূতাত্ত্বিক কারণে প্রতি বছর প্রায় দুই ফুট করে এভারেস্টের উচ্চতা বাড়ে।
# যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে কেউ ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করার চেষ্টা করলে তার শাস্তি মৃত্যুদণ্ড।
# মানুষের নখ যে গতিতে বাড়ে ঠিক সেই একই গতিতে উত্তর আমেরিকা ও ইউরোপ পরস্পর হতে দূরে সরে যাচ্ছে।
# সবচেয়ে গরিব দেশ হিসেবে বিবেচিত হাইতিতে ক্ষুধার জ্বালায় কাদা দিয়ে তৈরি পিঠা খাওয়া হয়।
# কানাডায় ৪২ বছর বয়সী এক ব্যক্তির দেহে অস্ত্রোপচার করার সময় সবুজ রক্ত দেখা যায়। পরে পরীক্ষা করে দেখা যায়, অতিরিক্ত ব্যথানাশক সেবনের ফলে তার রক্ত সবুজ রংয়ে পরিণত হয়।
# বৈদ্যুতিক বাতির আবিষ্কারক টমাস আলভা এডিসন অন্ধকারকে ভীষণ ভয় পেতেন।