বিচিত্র জগৎ ডেস্ক : ছোটবেলায় আমরা বইয়ে পড়েছি, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম- এ ছড়া নিশ্চয়ই সবার জানা। কিন্তু মানুষের মাথায় শিং থাকবে, এটি কেউ ভাববেন বলে মনে হয় না। তবে এমন ঘটনাই ঘটেছে ইয়েমেনে। সেখানে এক ব্যক্তির মাথায় গজিয়েছে দুটি শিং। মিরর সূত্রে এ খবর জানা যায়।
সে শিং কেটে দেওয়ার পর মৃত্যু হয় তার। ওই ব্যক্তির নাম আলি অ্যান্টার। দাবি করা হচ্ছে তার বয়স হয়েছিল ১৪০ বছর। একশ বছর বয়স পার হওয়ার পর থেকেই নাকি তার মাথায় গজাতে শুরু করেছিল শিং। দুটি শিংয়ের একটি ছোট, অন্যটি বড় আকার ধারণ করে।
পরে শিংয়ের কারণে নানা সমস্যায় পড়তে হচ্ছিল তাকে। ভোগান্তি থেকে পরিত্রাণ পেতে সম্প্রতি আলির মাথার শিং কাটার উদ্যোগ নেওয়া হয়; কিন্তু ওই শিং কেটেছেন অপ্রশিক্ষিত এক ব্যক্তি। তা কাটা হয়েছিল গরম একটি যন্ত্রের সাহায্যে।
শিং কাটার পর মাত্র তিন দিন বেঁচেছিলেন ইয়েমেনের ওই ব্যক্তি। তার পরিবারের এক সদস্য জানান, স্বাস্থ্য ও মানসিক অবস্থার অবনতির কারণে তার মৃত্যু হয়েছে।