বুধবার, ২২ মার্চ, ২০২৩, ০৭:০১:৫৮

ইঁদুরের সাইজ বিড়ালের মতো, অতঃপর...

ইঁদুরের সাইজ বিড়ালের মতো, অতঃপর...

বিচিত্র জগৎ ডেস্ক : ছোটবেলায় প্রবাদবাক্য শুনেছি, বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? এটি ইঁদুর আর বিড়ালের গল্প নিয়ে বলা হয়েছিল। কারণ বিড়াল ইদুর ধরে খেত। আর এক হ্যামিলনের বাঁশিওয়ালা গল্পটিও মানুষের মুখে মুখে শোভা পায়। যেখানে ছিল জার্মানির হ্যামিলন শহরে ইঁদুরের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে ওঠার গল্প। 

ঠিক তেমনই এক পরিস্থিতিতে পড়েছে যুক্তরাজ্যের ওয়েলসের টেনবির ক্যাসল বিচ এলাকার বাসিন্দারা। তারাও অতিষ্ঠ হয়ে উঠেছেন ইঁদুরের জ্বালায়। এ ইঁদুরগুলো আবার আকৃতিতে বিড়ালের মতো। তাই এদের স্থানীয়রা নাম দিয়েছেন ‘সুপার র‌্যাট’। বিশেষ এ ইঁদুর প্রায় ২০ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। 

এগুলো বিষ প্রতিরোধী এবং তাদের দাঁত এতই শক্ত যে, এরা কংক্রিটও গুঁড়া করতে সক্ষম। ফলে স্থানীয়দের জীবনযাপন করতে হচ্ছে এ ইঁদুরগুলোর অত্যাচার সহ্য করে। রজার মাইলস নামে স্থানীয় এক জেলে বলেন, ভোর, সকাল বা সন্ধ্যা সবসময় সবখানে ইঁদুরের রাজত্ব! 

কখনো কখনো এগুলো দেখতে বিড়ালের মতো বড়। এদিকে ইঁদুরদের শায়েস্তা করতে পেমব্রোকেশায়ারের কাউন্সিল বাসিন্দাদের সতর্ক হতে বলেছেন। বলা হয়েছে, যেন কোনো খাবার বাইরে ফেলা না হয়। একই সঙ্গে পাখিকেও যেন না দেওয়া হয় খাবার। এনডিটিভি সূত্রে এ খবর জানা যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে