শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ১০:১০:২১

বিমানের আদলে ঘর ধানক্ষেতে

বিমানের আদলে ঘর ধানক্ষেতে

বিচিত্রজগৎ ডেস্ক : কথায় আছে শখের তোলা আশি টাকা, মানুষের মনে কত শখ বাসাবেঁধে আছে, তার কোনো ইয়ত্তা নেই। এমনি এক অভিনবত্ব প্রকাশ করলেন কম্বোডিয়ার এক শ্রমিক। উড়োজাহাজ দেখলেই তিনি পাগল হয়ে যেতেন। কম্বোডিয়ার এ নির্মাণ শ্রমিক যদিও কখনো সুযোগ পাননি এতে চড়ার; কিন্তু এ আকাশযান ঠিকই গেঁথে ছিল তার মস্তিষ্কে! 

তাই তিনি ঘটালেন এক অবাক করা ঘটনা। ৩০ বছরের জমানো টাকা দিয়ে তিনি ধানক্ষেতে বানালেন ব্যক্তিগত বিমানসদৃশ বাড়ি। এখন যা দেখতে দূর-দূরান্ত থেকে নানা বয়সী মানুষ আসছেন। ওই নির্মাণ শ্রমিকের নাম ক্রাচ পিউ। বাড়ি নির্মাণে তার খরচ হয়েছে ২০ হাজার মার্কিন ডলার। 

এটি নির্মিত হয়েছে কোম্বোডিয়ার সিম রিপ শহরের কাছে কংক্রিট দিয়ে। একটি উড়োজাহাজে যা থাকে, তার সবকিছুই আছে এ বাড়িতে। তিন সন্তানের বাবা ৪৩ বছরের পিউ জানান, বাড়ি নির্মাণে সময় লেগেছে প্রায় এক বছর। এতে খরচ হয়েছে ৩০ বছর ধরে তার জমানো অর্থ। তিনি বলেন, ছোট থেকেই এটি আমার স্বপ্ন ছিল। 

স্বপ্ন পূরণ করতে পেরে আমি আনন্দিত। ইন্টারনেটে অসংখ্য ভিডিও দেখে এ বাড়ির নকশা তৈরি করেছেন পিউ। বাড়ি নির্মিত হওয়ার পর এখানে মানুষ এখন ঘুরতে আসছেন। তাতে ভালোই আয় হচ্ছে ওই নির্মাণ শ্রমিকের। তবে বাস্তবের উড়োজাহাজে চড়ার স্বপ্ন এখন জাগরূক রয়েছে তার। গালফ নিউজ এ তথ্য জানায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে