বিচিত্রজগৎ ডেস্ক : ভারতীয় শিখ সারওয়ানের শখ ছিল তার দাড়ি লম্বা রাখা। তবে একাজ করতে গিয়ে বিশ্বরেকর্ড করবেন তা ভাবতে পারেননি কখনো। বিশ্বের নানা প্রান্তে নানান ধরনের মানুষ রয়েছেন। যাদের একেকজনের শখ একেক রকম। যা অন্যদের কিছুটা অবাক করে বটে।
আবার নিজের সেই রেকর্ড নিজেই ভেঙেছেন সারওয়ান। কানাডার বাসিন্দা ভারতীয় শিখ সারওয়ান। তার দাড়ি লম্বায় ২.৫৪ মিটার অর্থাৎ প্রায় সাড়ে আট ফুট। ২০০৮ সালে প্রথম বিশ্বের সব থেকে লম্বা দাড়ি থাকার নজির গড়েন সারওয়ান। সেই সময় তার দাড়ির দৈর্ঘ্য ছিল প্রায় আট ফুট।
সারওয়ানের আগে এই নজির ছিল সুইডেনের বাসিন্দা বার্গার পেলসের। ২০১০ সালে ইতালির রোমে লো শো দেই রেকর্ডের সেটে তার দাড়ি পরিমাপ করা হয়। তখন সেটির দৈর্ঘ্য দাঁড়ায় ২.৪৯৫ মিটার (৮ ফুট ২.৫ ইঞ্চি)। দেখা যায় সারওয়ানের দাড়ি লম্বায় আরও বেড়ে আট ফুটের বেশি হয়েছিল।
সেই সময় তার দাড়িতে পাক ধরতে শুরু করলেও এখন পুরোটাই সাদা। সারওয়ান ১৭ বছর বয়স থেকে দাড়ি রাখতে শুরু করেন। তারপর থেকে কখনো দাড়ি কাটেননি তিনি। দাড়ির যত্নে বেশ ঝক্কিও পোহাতে হয় সারওয়ানকে। দাড়ির যত্নে প্রচুর সময় ব্যয় করেন তিনি। প্রতিদিন দাড়িতে শ্যাম্পু এবং কন্ডিশনার লাগান।