সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ১০:০২:৩৭

বিচিত্র ধরনের এক মাছ ধরা পড়ল খামারির জালে

বিচিত্র ধরনের এক মাছ ধরা পড়ল খামারির জালে

বিচিত্রজগৎ ডেস্ক : এ পৃথিবীতে কত বিচিত্র ঘটনাই যে ঘটে, তার কোনো হিসাব বা সংখ্যা নেই। গাজীপুরের শ্রীপুরের বরমী গোলাঘাট এলাকায় আবু তালেব নামের খামারির জালে ধরা পড়েছে বিচিত্র এক মাছ। স্থানীয় জেলে থেকে শুরু করে কেউই এই মাছটি চিনতে বা কখনো দেখেনি বলে জানিয়েছেন।

রোববার (১৬ এপ্রিল) বিচিত্র এ মাছটি ধরা পড়ার খবরে উৎসুক মানুষ ভিড় শুরু করেন। দুপুরের দিকে স্থানীয় গোলাঘাট বাজারের দক্ষিণ পাশে গিয়ে দেখা যায়, বড় মাছের খামার থেকে পানি সেচে সেটি খননের কাজ চলছে। তীব্র রোদ উপেক্ষা করে খামার পাড়ে মানুষের জটলা। 

একটি বড় সিলভারের পাতিলে পানিতে জিইয়ে রাখা অদ্ভুত আকৃতির মাছ দেখতে সেখানে কৌতুহলী মানুষের ভিড়। কাছে গিয়ে দেখা যায়, মাছটির বিশাল আকারের মুখ, শরীরের রং দেখতে কিছুটা কালচে। ঢোরা সাপের মতো গায়ে হলুদ রঙের ছোপ ছোপ দাগ। মাথা থেকে লেজ পর্যন্ত গায়ের রং একই ধরনের। 

বুকের পাশে রং কিছুটা সাদাটে। চোখের পেছনেই একজোড়া ছোট আকৃতির পাখনা। পুরো মুখ জুড়েই ধারালো ছোট ছোট দাঁতের সারি। শরীর অপেক্ষাকৃত নরম। খুবই শান্ত প্রকৃতির মাছটির ওজন পৌনে দুই কেজি। 

খামারটির মালিক একই গ্রামের আবু তালেব। তিনি দুই যুগ ধরে মাছের খামারের ব্যবসায় জড়িত। আবু তালেব বলেন, খামার খনন করার জন্য পানি সেচ দিয়ে অন্যত্র ফেলা হয়েছে। অল্প পানিতে সব মাছ ধরতে জাল ফেলা হয়। জাল টেনে পাড়ে তুলতেই অন্যান্য মাছের সঙ্গে উঠে আসে অদ্ভুত দেখতে এই মাছটি।
 
তিনি বলেন, এমন মাছ আমি আর কখনো দেখিনি। বিচিত্র এই মাছটি গ্রামের বয়স্করাও চিনতে পারছে না। আমি মাছটি যত্ন সহকারে জিইয়ে রেখেছি। মাছ বিষয়ে গবেষণা করতে চাইলে বিশেষজ্ঞ যে কাউকে এটি আমি দিয়ে দেব। 

ওই গ্রামের ৭০ বছর বয়সী বৃদ্ধ কবির হোসেন বলেন, মাছটি দেখতে কিছুটা গজার মাছের মতো। তবে এর শরীর একদমই নরম। এমন মাছ আমি আর দেখিনি। মাছটির ছবি পাঠিয়ে এর পরিচয় জানতে চাওয়া হলে কাপাসিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফ উল্লাহ বলেন, এটি গবি মাছ বলে মনে হচ্ছে। 

সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন সহ বেশ কিছু দেশে এ মাছ পাওয়া যায়। এটা ২৫ থেকে ২৬ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। তবে মাছের ছবি দেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ মনিরুল হাসান খান বলেন, দেখে মনে হচ্ছে এটি বেলে গোত্রের কোনও মাছ হতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে