মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:০৮:৩১

বকর ঈদ: মাহফুজ সাদি

বকর ঈদ:  মাহফুজ সাদি

কোরবানী

       কার বাণী?

              সবাই জানি

                      খোদার বাণী।

মানতে হবে, নইলে হবে বেইমানি।

 

সাত সকালে সেজে গুজে ঈদগাহেতে যাই।

জলদি করি

        নামায পড়ি

                    পশু ধরি

                       করি যে জবাই।

খানিকটা গোশত গরীবেরে বিলি করি

বাকিটা সব পেট পুরে আমরা খাই।

 

ত্যাগটাও

        এবার ফোটাও

                       পশুত্বটাও

                                    সমূলে হটাও

পরিশুদ্ধ কর ভাই সবার গোপন আত্মাটাও।

ত্যাগই মহান, রক্ত মাংশের মূল্য তো নাই।

 

এতো খানি

       ত্যাগের বাণী

                      কত খানি

                               আমরা মানি!

এবার সবাই করি আসল সে কোরবানী।

পশুর সাথে পশুত্বটাও করি সবে জবাই।

 

লেখক: কবি, সাংবাদিক ও গবেষক

২২ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে