শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:৩৯:০৩

ভালোবাসার মানুষটাকে কখনো অবহেলা করিও না..

ভালোবাসার মানুষটাকে কখনো অবহেলা করিও না..

প্রদিপ বিশ্বাস: ভালোবাসতে না পারো কিন্তু কখনো তাকে অবহেলা করিও না । ভালোবাসা বুঝতে হলে ভালোবাসতে হবে । যে মানুষটা তোমার কাছে একটু সময় চায় তাকে কখনও ব্যস্ততা দেখাইও না । যে মানুষটা শুধুমাত্র তোমাকে নিয়ে ব্যস্ত থাকতে চায় তাকে কখনও অবহেলা করিও না । যে মানুষটা তোমার সাথে একটু ভাল করে কথা বলতে চায় তার উপর কখনও বিরক্তি প্রকাশ করিও না । আজকে হয়তো সেই মানুষটা তোমার ওপর নির্ভরশীল । আজকে হয়তো সেই মানুষটা তোমাকে ছাড়া অন্যকিছু ভাবতে পাচ্ছে না । কিন্তু সে যে সব সময় এমনই থাকবে এটা নাও হতে পারে । বেঈমান সময়ের স্রোতে সেও হয়তো একদিন তোমাকে ছাড়া ভাল থাকতে শিখে যাবে ।

সে তো তোমার কাছে কিছু চায় না । আজকে সে তোমার কাছে আছে তাই হয়তো ওর গুরুত্বটা বুঝতে পাচ্ছনা । হয়তো কোনো একদিন সে তোমার কাছে থেকে দুরে চলে যাবে...... অনেক দুরে তখন হয়তো বুঝবে ।

সময় হারিয়ে গেলে কিন্তু সেদিন আর কোনো উপায় থাকবে না... দেরি হয়ে যাবে..... অনেক দেরি ।

আচ্ছা বলতে পারো দুইটি মানুষের মধ্যে এই ধরনের দূরত্বটা কি হঠাৎ করে গড়ে উঠে ?

বলো না প্লিজ, না..... কখনই না.. .. দুইজনের মধ্যকার দূরত্বটা গড়ে উঠে ধীরে ধীরে .... আর এই দূরত্ব গড়ে ওঠার পেছনে একজনের ছোট ছোট অবহেলা গুলোই যথেষ্ট .....

ভাল বাসতে শিখো আর ভালোবাসার গুরুত্ব দেও । তাই ভালোবাসার সেই মানুষেটাকে কখনও অবহেলা করিও না..

ভালোবাসার মানুষটাকে কখনও কষ্ট দিও না যে কি না তোমাকে নিজের চাইতে বেশি ভালোবাসে...

 ভালোবেসে ভাল থাকো সবাইকে ভাল রাখো ..
১২ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/প্রদিপ/পিবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে