সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:২৪:৪০

তুমি এলেনা ফাগুনে

তুমি এলেনা ফাগুনে

তুমি এলে না এমন ফাগুনে,
ফুটেনি ফুল; গায়নি’ক কোকিল...
পিয়াসী পরাণ; গভীর মমতায়,
খুঁজে খুঁজে পথ হয় ভুল।

তুমি এলে না এমন ফাগুনে
ছুটেনি নদী স্রোত, বহেনি বায়ু...
ছবির মতোন; যুগল আঁখি,
কী শোকে কাঁদায় পরাণ।

তুমি এলে না এমন ফাগুনে,
ওঠেনি চাঁদ; ফোটেনি তারার মেলা...
জীবন যখন; যেখানে যেমন,
অলস অন্তর কেটে যায় প্রহর।
কবি: ইখতিয়ার উদ্দীন আজাদ
১৫ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে