অলস শীতের পালা শেষ হলো,
বসন্ত এলো দুয়ারে !
পলাশ শিমুল রাঙা হলো আজ,
দেখেছ কি তুমি তাহারে?
দুরন্ত হাওয়া ছুটে যায় ক্ষেতে,
দোলে সবুজ ধান !
বিবাগী মনেতে আনন্দ জাগিছে,
কন্ঠে বাজিছে গান ! !
একরাশ ফুল নিভৃতে কুড়ায়ে,
আকাশের পানে রয়েছি তাকায়ে !
প্রজাপতি মন ছোটাছুটি করে,
দূর বনে যাবে হারায়ে! !
কবি: সুদীপ বিশ্বাস
২০ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস