শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:২৪:০১

ভাষা শহীদের অভিমান

ভাষা শহীদের অভিমান

মায়ের ভাষা বাংলাকে বাঁচাতে
সেদিন দিয়েছিলাম তাজা শোনিত,
রাজপথ রাঙ্গিয়েছিলাম বায়ান্নের
রক্ত ঝলমলে একুশে ফেব্রুয়ারি,
দীর্ঘকাল গড়িয়েছে অনাদর-অবহেলায়
কভুও বলিনি কিছু বড়ই অভিমানে ।
তোমরা মোদের কাছে কতটা ঋনী,
ভেবেছ কি নিরালায় একান্ত মনে ?
মায়ের ভাষায় টুটি চেপে বসেছিল
পাকিহায়েনার কামান-গোলাবারুদ,
মানিনি পরাভব-মানিনি পরাজয়
কেন করেছি কেন ? তা কি ভেবেছ কোন ক্ষণে ?
এতকালের অনাদর-অবহেলা সয়ে
তোমাদের শ্রদ্ধাভরা ফুল নিয়েছি,
তোমরা গেয়েছো শহীদের জয়গান
পরপারে আমরা আছি পেরেশান,
যখন দেখি তোমাদের কর্নধার
আর রাজনীতির চতুর নেতারা-
আমাদের সাথে করে প্রবঞ্চনা,
কেমনে সইব বলো এ আঘাত ?
তাই আজ বলতে এসেছি
তোমরা হও সাবধান, হুশিয়ার,
বাংলার তরে জীবন দিয়েছি
ভাবিনি তোমরা এমনটি করবে,
ভেবেছিলাম ভাষার সম্মান রক্ষায়
তোমরাও জীবন বাজিতে লড়বে।
আজ এতটি বসন্ত পার হলো
শুধুই লোক দর্শন-তাজা ফুলে,
আসলেই তোমরা আমাদের ত্যাগ-
চেতনায় গিয়েছো ভুলে।
তোমাদের তরুণ যুবাদের কি
তোমরা গড়েছ এমন করে ?
যেন তারা বাংলাভাষার তরে
বারংবার জীবনবাজিতে লড়ে ?
কবি: মো: শফিকুল ইসলাম
 ২০ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে