মঙ্গলবার, ০১ মার্চ, ২০১৬, ০৪:১১:৩৪

সুর

সুর

গিটারে ছয়টি তারে ছয়টি সুর-
খুঁজে পাই নাই কোনটা যে প্রেমের নূপুর,
প্রেম বিলাসী আমাতে খুঁজে পাই নাই সকাল-দুপুর।।।
আশা ছিল- ছিল ভাষা বলা হয়নি তাকে,
সারাটি জীবন থাকবো সাথে,
মনের ব্যাকুলতা গরমের দুপুর মনের পরন্তবেলা -
হারিয়ে ফেলেছি হৃদয়ের শত জ্বালা !!!
মনের উঠনে পা নাচিয়ে করেছে খেলা ,
পাই নাই আমি তিরের বুকে হেটেছি একলা!
চুয়ছে মধু, পেকেছে জাম- হয়নি দেখা বের হচ্ছে ঘাম।।।
সত্য কথাটি থাক মিথ্যা কথাটি বললাম
হারাবার যা ফেলেছি হারিয়ে
মনের উঠুনে নেপে দিয়েছে কৃসন্নচুরা ফুলে।।।
পা বাড়িয়ে আর কি লাভ - পিছ পা হলে
দু‘চোঁখ বুঝে কাঁদতে হবে সুখটা যদি পাই খুঁজে
আশা সেতো মিথ্যা ভালবাসাতো জানিয়েছে
ছলনা সে করেছে !!!
আমি ভাবলাম,
পরন্ত বেলাতে পরবে যে ডাক
আখিরি প্রদিব জ্বলে উঠবে আবার
আশা সেতো ছারি নাই……..
ছয়টি তারে ছয়টি সুর ! এই ভেবে
করিনিতো কোন ভুল----
জানি তুমি ফেরবেনা -- এতো তুমার সুর
একটি সুর থেমে গেলে বাজে অন্য সুর ।।।
প্রেমের ক্ষেত্রে এমুনি হয়
কেউবা আসে কেউবা যায়,
জানি শুধু আমি ছয়টি তারে ছয়টি ….. বাজে সুর
কবি: ইমরুল হাসান ইবাদত
১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে