কখনো শীতের সময়
শিশির ভেজা রাতে ,
হেঁটেছি পথ একাকি নিরবে
কেউ ছিল না সাথে।
কখনো বসন্ত বেলায় বেলায়
নিঝুম মিথর জলে
অজাসা প্রেমের ছলে।
এমুনি করিয়া কেটেছে সময়
সকাল সন্ধা বেলা
ক্লান্তির ছলে হিয়ালি তব
করেছে অবহেলা ।
আজ কেন সাথী হারা রাতে ,
কে যেন জল শ্রেতের ফাকে
আপন নামে অধির হয়ে ডাকে ।
একাকী নিরবে বেদনার মাঝে
পেয়েছি সুখের দিশা
ক্ষণ কালে হার পেয়েছি খুঁজে
আজানা সুখের তৃষা ।।।
কবি: ইমরুল হাসন (ইবাদত)
৩ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস