 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
পাঠকই লেখক: কথার যুদ্ধে আপনি সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্যে রুপান্তরিত করে পার পেতে পারেন । নিশ্চিত সবাই বিজয়ের মুকুটটা আপনাকেই পড়াবে ।
সত্য মিথ্যার খেলা খেলে আপনি আজ মহানায়ক। সবার মুখে আপনার নাম-যশ। আপনার চাপা মারার কৌশল আর মিথ্যের মার-প্যাঁচে মুগ্ধ বস ও বন্ধু মহল।
প্লিজ! এক বার, শুধু একবার। এই অসৎ উপায়ে খেলে যাওয়া একটি ইনিংস দাঁড় করান নিজ বিবেকের কাঠ গড়ায়।
আমি আরিফ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনি কাক হয়ে কোকিলের বাসায় ডিম ফাটবেন ঠিকই। আর মানুষ জনও আপনাকে সাময়িক বিশ্বাস করবে তাও ঠিক । র্সবশেষ আপনার জন্মানো বিশ্বাস, মিথ্যে কথার ফুলঝুড়ি কোথায় গিয়ে ঠিকবে ?
আপনার পরিনতি হবে কোকিলের বাসায় সদ্য জন্য নেয়া কাকের বাচ্চাটির মত। তাই দয়া করে সময় থাকতে নিজেকে সুধরিয়ে নেন। পরে কিন্তু সময় পাবেন না।
বি.দ্রঃ কথা গুলো বন্ধু গোষ্ঠীর কিছু স্বার্থপর বন্ধুকে উদ্দেশ্য করে লেখা। জানা নেই এসব বন্ধুরা অদৌ ঠিক হয় কিনা? নাকি তেলসমাতির দুনিয়ায় তেল মেরে মেরে মিথ্যের উপর ভর করে চালিয়ে নেবেন নিজেকে?? লেখক-এআর
লেখকের একান্তই ব্যাক্তিগত মতামত।
১১ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর