তামিম-রে তোর তাণ্ডবে কয় শচিন দ্রাবিরে,
“বাঘের থাবা হিংস্র কত বুঝেছি হাড়ে হাড়ে”।
কয় কোহলির কানে কানে দলপতি ধোনি-রে,
“পড়েছি ভাই বাঘের মুখে মটকাবে আজ ঘাড়”।
যুদ্ধে যখন নামিসরে তুই হাতে নিয়ে ব্যাট,
“ইন্ডিয়ানরা গর্ত খোঁজে যেন গাঁয়ের র্যাট”।
জহির খানের বাউন্সারে করিস যখন হুঁক,
“ভয়ে কাঁপে গাভাস্কার আর আজহারের বুক”।
আর করিস যখন পুল
ইফরান-সামিরে
রাগে-দু:খে কেউ কাঁদে কেউ ছিড়ে মাথার চুল।
এসব দেখে বিড়বিড়িয়ে বলে ‘দাদা ভাই’
“জয়-বাংলা” তোমরাই আসল বিশ্ব চ্যাম্পিয়ান।
১৬ জুন ২০১৬/এমটি নিউজ২৪/তারিকুল/টিআই