শনিবার, ২৫ জুন, ২০১৬, ১১:৪৫:৫৯

অতিথি কালচার

 অতিথি কালচার

 মুহাম্মদজাহাঙ্গীর আলম  বাবু (সিঙ্গাপুর প্রবাসী): যেই দেশে সংবাদপত্রের সম্পাদক, কবি, সাহিত্যিক বিশেষ অতিথি হয়, আর সেই অনুষ্ঠানে শুধু  আমলা কিংবা রাজনৈতিক  পরিচয়  বহনকারী, হুন্ডি ব্যাবসায়ী, কালোবাজারী, দুর্নীতিবাজ  হয় প্রধান অতিথি, সে দেশে লেজুড়বৃত্তির সাহিত্য রচিত হবে, সাংবাদিকতা পেশায় হলুদ রঙের দাগ লাগবে এটাই স্বাভাবিক!

 দোষটা কার ? যিনি প্রধান অতিথি হলেন তার? নিশ্চই নয়, কারণ তিনি সফল, কুটিল রাজনীতি করে তিনি সাহিত্যকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন, ইয়েস তিনি সফল কারণ তিনি সাহিত্যিক এর পাশাপাশি রাজনীতি করেন না।

রাজনীতি এখন আর ছন্দময়, কাব্যিক নেই , সেখানে আছে শুধু রক্ত আর শোষণ! যেই পত্রিকার সম্পাদক বা এক জন কবি, লেখক বিশেষ, সম্মানিত অতিথির আসন গ্রহণ করেন শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি থেকে দূরে থাকা কোন ফায়দাবাজ লুটেরা দলীয় পদলেহন কারীর প্রধান অতিথির পাশে দোষটা তাদের উপরই বর্তায়।

নিজেকে জাহির করার জন্য অন্যের কাঁধে বন্ধুকে রেখে সংগঠনের নামে নারী সঙ্গ, কবি, সাংবাদিক, লেখক খেতাবের নামে কিংবা যার একটি কাব্য গ্রন্থ ও নেই ফিল্মের এওয়ার্ডের মতো ড্যাবু কবি, নবাগত কবি, সাহিত্যের বিশেষ অবদানের পুরস্কারের ছড়াছড়ি শুরু হয়েছে সংগঠনের গুলোতে তা কিছুদিন পর অনেককেই অহংকারী করে তুলতে পারে।

দু, একটি সংগঠন অবশ্য কিছুটা হলেও মান বজায় রাখছে, সাহিত্যের পাশাপাশি আর্তমানবতার সেবায় এগিয়ে আসছে, হোক না সেল্ফি মার্কা দুঃস্থ সেবায় । নিজেদের মান মর্যাদা উপরে উঠতে গিয়ে কিছু মানুষতো সাহিত্য জগৎটাকে রাজনীতির চাইতেও আরো দুর্গন্ধময় করে তুলছে, যা আমার  মতো নিজের খেয়ে বোনের মোষ তাড়ানো টাইপের লোকজনদেরপেরেশানীর কারণ বটে ।  আজকাল হলুদ সাংবাদিকতা, লেজুড়ে কাব্য চর্চা আর রাজনীতি একই মঞ্চে প্রদর্শিত হচ্ছে সে হিসাবে অবশ্য ঠিক আছে।

সম্পাদক কিংবা কবি লেখকদের ভাবা উচিৎ, তারা কোন অবস্থানে থাকবেন।একজন সম্পাদক একজন সচিবের কিংবা হাইকমিশনারের কাছাকাছি মর্যাদার লোক। তা তিনি নিজেও জানেন না ( এখানে অবশ্য সব সম্পাদককে গণ্য করা মুশকিল,আলু পেঁয়াজ ব্যবসায়ীও আজকাল পত্রিকার মালিক), তাদের কোন অনুষ্ঠানে যাওয়া উচিত, কথাটা এভাবে নয় কার পাশে আতিথ্য গ্রহণ করা উচিত আর উচিত না, তাদেরকেই ভাবতে হবে।

তবে আমাদের কালচারে এ সময়ে অর্থ যার বেশি মানে অনুষ্ঠানে যিনি অর্থ বেশি দিবেন তিনিই প্রধান অতিথি। এটা  আমাদের অতিথি কালচার, যেমন পত্রিকায় কার বিজ্ঞাপনা বেশি, মাল আসছে সেটাই গণ্য হয়, গুনগত মান নয়, প্রচার প্রসারের ব্যবসায় সাহিত্য আজ গোঁজা মিলের তালিকায়।

রাজনীতি নাকি সাহিত্যগিরি। আগামীতে অনুষ্ঠিতব্য একটি পদ পদক অনুষ্ঠানের ব্যানারে প্রধান অতিথি আর বিশেষ অতিথির নাম দেখে মাথায় কিলবিল করা করা কথা গুলি তুলে ধরলাম।
বি:দ্র:  সম্পাদক দায়ী নয়
২৫ জুন ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে