শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:২০:৪৯

কোরবানিই

 কোরবানিই

 


ক্ষুধার্তের আর কিসের ঈদ?
কিসের গোস্ত খাওয়া?
ভুঁড়িওলারা দিবে একটু,
এটাই তাগো চাওয়া।

কুরবানি তো কুরবানিই
গরিবের গলায় ছুরি.
বছর পর বছর সে কেন
করে ঘুরাঘুরি?

ধনী,গরিব,মন্ত্রী,মজুরের
একেক রকম ঈদ!
কবে সবাই এক চকিতে
কাটাবেন নীদ?

সেই দিনটির অপেক্ষায়
বইসাছি আমি.
এক কইরা দেন মাওলা
বিচার দিনের স্বামী।
কবি: আরিফুল ইসলাম (সবুজ)
(সম্পাদক দায়ী নয়)
২৬ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে