জীবন এক প্রশ্নবোধক চিহ্ন
পাবে নাকো জবাব সকল
হবার আগে নিশ্চিহ্ন
আশরাফুলের প্রশ্নগুলো
একেবারেই ভিন্ন।
রঙ্গের বাড়ি চমক মারে
ভিতরে কেউ রয় না
এমনতো আর হয় না।
বাড়ি যখন সৃষ্ট নিশ্চয়ই
বাড়ির মালিক আছে
দাড়িয়ে আছে পিছে
কিংবা লুকিয়ে আছে গাছে।
পিছন ফিরে তাকিয়ে দেখি
পিছনে কেউ নাই
উচু গাছে খুঁজতে গেলে ভীষণ করে ভয়
যদি পড়ে যাই!!!!!!!!!!!!!!!!
অন্ধকার ঘরে সাপ
ঘর জুড়েই সাপ!!
যা বলেছে দাদা আমার
তাই বলে যায় বাপ।
পিষ্ঠ করে প্রশ্নগুলো লুকিয়ে রাখি বুকে
প্রশ্নগুলো গুমরে কাঁদে না জবাবের দুঃখে।
প্রশ্ন করে কাফের হলো কত প্রশ্নকর্তা
ফালি ফালি টুকরো হয়ে মনসুর হলো ভর্তা।
ফুল পাখিসব তাদের মতো
নেইকো দ্বিধা দ্বন্দ
আশরাফুলে কারণ খুঁজে
খুঁজে তাহার ছন্দ।
কবি: মোঃ আব্দুল মান্নান
২৭ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এইচএস/কেএস