বুধবার, ২০ জুলাই, ২০১৬, ০৫:৪৬:৪১

মহাকাব্য

মহাকাব্য

হে, মহাকাব্য!
অার কতোকাল নীরব থাকব?
কতোকাল অার সন্ত্রস্ততায়,
কালের নিঃসঙ্গতায়,
ধ্বংসখেলা হবে পক্ত!
অারও কতো মানুষ মরবে,
অকাতরে ঝরবে রক্ত!!
অারও কতো যুদ্ধ, অারও কতো
দানবের কালো নখড়ের হিংস্রতা;
হে, মহাকাব্য! উত্তর কি দেবে তা?

তবু, মহাকাব্য!
অাজ শুধু হাঁসব;
তুমি হয়ে উঠো অাজ এই বিশ্বমাঝ
বিদ্রোহী এক বর্ম,
`অাজ মৃত্যু, নয়তো জন্ম'।
কবি: ফয়সাল হাবিব সানি
অনার্স প্রথম বর্ষ (বাংলা বিভাগ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ, বাংলাদেশ।
২০ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে