প্রবাস ডেস্ক : ইসলাম ধর্মে সৌদি আরবের মতো ভারতও 'হিন্দু সৌদি' হতে চলেছে বলে কটাক্ষ করলেন সাহিত্যিক তসলিমা নাসরিন। শিবসেনার হুমকিতে মুম্বাইয়ে বাতিল হয়ে গিয়েছে বিখ্যাত পাক গজল গায়ক গুলাম আলির অনুষ্ঠান। এই ঘটনার পরই টুইটারে তসলিমা ভারতকে 'হিন্দু সৌদি' হিসেবে কটাক্ষ করেন।
তিনি লেখেন, 'গুলাম আলি জিহাদি নন। তিনি একজন গায়ক। দয়া করে জিহাদি ও গায়কের মধ্যে পার্থক্যটা বোঝার চেষ্টা করুন।'
চলতি সপ্তাহেই মুম্বাইয়ে গজল গায়ক গুলাম আলির অনুষ্ঠান হওয়ার কথা ছিল। ইতোমধ্যে শিবসেনার তরফে হুমকি দিয়ে জানানো হয়, কোনও পাকিস্তানী শিল্পীকে যেন মুম্বাইয়ে আমন্ত্রণ জানানো না হয়। এই হুমকি উপেক্ষা করলে শিবসেনার ক্রোধ দেখার জন্য প্রস্তুত থাকবে হবে।
এরপরই শেষ মুহূর্তে তড়িঘড়ি গুলাম আলির অনুষ্ঠান বাতিল করে দেন উদ্যোক্তারা। ঘটনায় বিতর্কের ঝড় উঠেছে ভারতজুড়ে। এহেন পরিস্থিতিতে বিতর্ক উস্কে দিয়েছে তসলিমা নাসরিনের টুইট। ভারত ক্রমেই 'হিন্দু সৌদি'-তে পরিণত হচ্ছে।
৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি