ওয়াসীম আকরাম, লেবানন প্রতিনিধি: ১৪ই অক্টোবর ২০১৫ইং রোজ বুধবার ২ ঘঠিকায় বাংলাদেশ বৈরূত এসোসিয়েশন লেবানন এর ৬ সদস্যের প্রতিনিধি বাংলাদেশ দূতাবাস লেবানন এর মান্যবর রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার এর সহিদ সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
মান্যবর রাষ্টদূতের সাথে উপস্হিত ছিলেন দূতাবাসের হেড অফ চ্যান্সরী সিকদার মোহাম্মদ আশরাফুল রহমান.
মান্যবর রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার ও হেড অফ চ্যান্সরী সিকদার মোহাম্মদ আশরাফুল রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ বৈরূত এসোসিয়েশন লেবানন এর পক্ষ থেকে সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন ও সাধারন সম্পাদক আবদুর করিম।
বাংলাদেশ বৈরূত এসোসিয়েশন সাধারণ সম্পাদক আবদুর করিম সংগঠন সর্ম্পকে অর্থাৎ প্রতিষ্টিত সন, কার্যক্রম ও লেবানন প্রবাসীদের বিভিন্ন সমস্যা সর্ম্পকে মান্যবর রাষ্ট্রদূতকে ৫ দফা দাবীর স্বারক লিপি পাঠ করে শুনান এবং মান্যবর রাষ্ট্রদূতের নিকট প্রদান করেন.স্বারক লিপির বাহিরেও সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন পূর্বে কয়েকটা মৃত ব্যক্তির ব্যাপারে নানান সমস্যা সর্ম্পকে অবহিত করেন.৬ সদস্যের প্রতিনিধি প্রত্যেকে খোলা-খুলিভাবে বিভিন্ন সমস্যা মান্যবর রাষ্ট্রদূতকে জানান।
মান্যবর রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার সবাইর কথাগুলা মনযোগ সহকারে শুনেন। আসলে ভাষাই বংশের পরিচয়, মান্যবর রাষ্ট্রদূত বলেন, বর্তমান ডিজিটাল যুগ। দূতাবাসে যে ষ্টাপ আছে তাহা খুবই সীমিত। অফিস চলাকালীন দূতাবাসের বাহিরের খবরা-খবর জানা বা সংগ্রহের জন্য বিভিন্ন মিডিয়া স্বরূপ যেমন whatsapp,ওয়েব সাইড,ই-মেইল সহ নানান প্রোগ্রামস কর্মসূচী দূতাবাস চালু করেছে।সবাইকে যার যার অবস্হান থেকে সমস্যা সর্ম্পকিত তথ্য জানানোর আহবান করেন। আর যে দাবীগুলা প্রেস করা হইয়াছে তাহা সুদৃষ্টি রাখবেন বলে আশ্বাস দেন। তিনি বলেন দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ, ১ লক্ষ ত্রিশ হাজার প্রবাসী বাংলাদেশীর নানান সমস্যা ও সেবায় দূতাবাস নিয়োজিত এবং সকল প্রবাসীদের সহযোগিতা কামনা করেন.তার সাথে বলেন বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ,সবাই বাংলাদেশের নাম অক্ষুণ্ণ রেখে লেবাননবাসীর নিকট যেন প্রশংসার সুনাম রাখতে পারে তার জন্য খারাপ কাজ থেকে বিরত থাকার আহবান করেন।
বাংলাদেশ বৈরূত এসোসিয়েশন লেবানন এর প্রতিনিধি ৬ সদস্য হচ্ছেন,(১) সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন (২) সাধারণ সম্পাদক আবদুল করিম (৩) সহ সভাপতি ওয়াসীম আকরাম (৪) সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন(৫) সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদ (৬) প্রধান উপদেষ্টা মোহাম্মদ সেলিম।
১৬ অক্টোবর,২০১৫/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস